Dogs তো মিস করে ফেলছি আমি, শুনলাম Blum নাকি দিবে কিছুদিন পর? কেউ কি করতেছেন?
Blum করতেছি রে ভাই কিন্তু ভেড়ার রাজ্যে বাছুর বড়। ভেবেছিলাম আমার চেয়ে বেশি হয়তো কারো নেই কিন্তু দেখে আমি সেই ভেড়ার পালে বাছুরের মত অবস্থা। এক লক্ষ দশ হাজার পয়েন্ট অর্জন করেছি ভাবছি অনেক তো অর্জন করে ফেললাম কিন্তু আশেপাশের পোলাপানকে এর চেয়ে বেশি অর্জন করতে দেখে এখন ভাবছি কিছু টিকিট রয়েছে সেগুলো খেলে দেখি কিছু অর্জন করতে পারি কিনা।
শুনলাম বাইনান্স এক্সচেঞ্জে লিস্ট হবে এবং অনেকেই দেখলাম এর কিছু সত্যতা তুলে ধরেছে। বাইনান্স এক্সচেঞ্জ তাদের অফিসিয়াল এক্স একাউন্ট থেকে কিছু ধাধা টাইপের পোস্ট করেছে যা দেখে মনে হচ্ছে BlumCrypto নিয়েই পোস্ট করেছে। আমি বিষয়টি শেয়ার করলাম আপনার একটু বিস্তারিত জেনে শেয়ার করবেন।