Dogs তো মিস করে ফেলছি আমি, শুনলাম Blum নাকি দিবে কিছুদিন পর? কেউ কি করতেছেন?
ভাই আমি Dogs এয়ারড্রপে অংশগ্রহণ করার অনেক আগে থেকেই Blum এ অংশগ্রহণ করেছি। আমি প্রায় ২ লাখের মতো পয়েন্ট আর্ন করেছি। এখনো ১৫০ টির মতো কার্ড রয়েছে, এখান থেকেও প্রায় ২০ হাজার পয়েন্ট আর্ন করা যাবে। আমি যতদুর শুনেছি Blum নাকী অনেক ভালো হবে, এখান থেকে বেশ ভালো প্রফিট করা যাবে। Roadmap অনুযায়ী তাদের সর্বশেষ ধাপ Q4 অর্থাৎ এই বছরের শেষের ৩ মাসের মধ্যে হয়তো এয়ারড্রপ দিয়ে দিতে পারে। তবে তারা ডেট হয়তো পাল্টাতে পারে। কিছু কিছু টেলিগ্রাম চ্যালেন থেকে পোস্ট করে দেখি ২০২৫ সালে এয়ারড্রপ দিবো। তবে আমরা এখান থেকে ভালো প্রফিট পাবো ইনশাআল্লাহ। আপনি যদি এটিও করে না থাকেন তাহলে এখনো করতে পারেন, প্রথম কয়েকটি টাক্সট কমপ্লিট করলেই ৮-১০ হাজারের মতো পয়েন্ট আর্ন করা যায়।
জাস্ট ৫০ টা স্পট আছে, কিছু করা লাগবে না। জাস্ট ১-৫০ এর মধ্যে একটা স্পট চুজ করে পোস্ট করুন। মিনিমাম ফুল মেম্বার হতে হবে, কপাল ভালো থাকলে ফাও ফাও ৫০$ জিতবেন। যারা রাফেলে অংশ নেননি, চাইলে নিতে পারেন, তাড়াতাড়ি।
আমি অলরেডি আপনার পোস্টটা দেখে আবেদন করেছি। এইটা জিততে পারলে তাও লাভ হবে, পেরা নাই জিতলে ৫০ ডলার। আমাদের লোকাল থেকে দেখলাম বেশ কয়েকজনে স্লট নিয়েছেন। আসলে এটা ভাগ্যের ব্যাপার আরকী, লাক ভালো থাকলে জিততে পারবো। তবে আমাদের লোকাল থেকে LM ভাই সহ ৩-৪ জন এর মতো দেখলাম আবেদন করেছে। আমাদের লোকাল থেকে যেনো কেউ জিতে যায় এই কামনা করি। এখন হয়তো ৩-৪ টা স্লট বাকী রয়েছে যাদের ইচ্ছা আছে স্লট বাছাই করে পোস্ট করুন।
আচ্ছা Catizen কে কে করেন? এইটা নিয়া সঠিক কোন তথ্য পাচ্ছি না। কেউ বলে কমপক্ষে ১ টা ডেইলি চেকিং করতে হবে যা ০.০০৮ TON ফ্রি যাবে, বিড়ালের লেভেল ২১ থাকতে হবে, লীগে সিলবারে থাকতে হবে। আসলে কিসের উপর ভিত্তি করে এয়ারড্রপ দেওয়া হবে? Catizen কয়েকটি এক্সচেঞ্জে লিস্টিং হবে কনফার্ম হয়েছে। কেউ কী সঠিক তথ্য জানেন?