Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Mahiyammahi
on 10/09/2024, 04:35:49 UTC
Cheesy
তাছাড়া আর একটা মজার ব্যাপার হল সেই ইতিমধ্যে ৫৭টি এয়ারড্রপে সংযুক্ত রয়েছে। ভাবা যায় রক্ত মাংসের গড়া সে হয়তো আরেকটি রোবট।
[/quote

আপনার কি মনে হয় না, আমরা যে ৯টা থেকে ৫টা জব করি আমাদের দেশে এইটা রক্ত মাংসের গড়া একটি রোবট এর মতো নয়?
এক্সপেরিয়েন্স থাকলে সেটার সাথে তার ৫৭টি এয়ারড্রপ এর তুলনা করে দেখুন একবার সে কত ভালো আছে।

নিজের পজিশন এ হয়ত আপনি ভালো আছেন। কিন্তু আমাদের দেশের বাকি ৭০% মানুষের অবস্থা কেমন সেটার সাথে একটু রিলেট করার চেষ্টা করবেন৷

আপনি ভুল কিছু বলেন নি। কিন্তু আপনার এমন কথা শুনে অনেক লোক ডিমোটিভেট হয়ে যেতে পারে। অনেকে হয়ত ভাগ্য কে দোষ দিবে কিন্তু আমি বিশ্বাস করি Hardwork সবসময় ই আপনাকে উপযুক্ত রিওয়ার্ড দিবে। সেটা আপনি যে সেক্টর এই করেন না কেনো।

আপনার হয়ত ধারনা নেই একজন মানুষ এয়ারড্রপ থেকে কি পরিমান আর্ন করতে পারে। আমার পরিচিত এক ভাইয়ের টিম নিয়ে কাজ করে,  $DOGS এ তাদের ১৭জন এর টিমের ১৫হাজার একাউন্ট ছিলো। এখন তারা কামাবে? নাকি আমরা কামাব যারা ঘুমিয়ে ঘুমিয়ে রোবট দের কাজ দেখব আর বলব আমরা ভালোই আছি।

ধন্যবাদ আশা করছি বুঝতে পেরেছেন।