Blum করতেছি রে ভাই কিন্তু ভেড়ার রাজ্যে বাছুর বড়। ভেবেছিলাম আমার চেয়ে বেশি হয়তো কারো নেই কিন্তু দেখে আমি সেই ভেড়ার পালে বাছুরের মত অবস্থা। এক লক্ষ দশ হাজার পয়েন্ট অর্জন করেছি ভাবছি অনেক তো অর্জন করে ফেললাম কিন্তু আশেপাশের পোলাপানকে এর চেয়ে বেশি অর্জন করতে দেখে এখন ভাবছি কিছু টিকিট রয়েছে সেগুলো খেলে দেখি কিছু অর্জন করতে পারি কিনা....
আর হাসায়েন না ভাই, আপনি ১ লাখ দশ নিয়ে হাউমাউ করেন আর এদিকে আমি জাস্ট ১০ হাজার নিয়ে পড়ে আছি। ১ লাখও কম না, আশা করা যায় ভালোই পাবেন। আমার এক বড়ভাই Blum করতেছে, হেতির লাখ লাখ পয়েন্ট, সকালে দেখালো ৩০০+ টিকিট, খালি নাকি দিতেই থাকে দিতেই থাকে। ট্যাপ করতে করতে হাত আধা পঙ্গু। তার উপর ১৫-২০ টা রেফার। চাচা চাচি নানা নানি যারেই পারছে তারে দিয়েই রেফার করায় নিসে, লল।

আজকাল টেলিগ্রাম বট প্রজেক্ট গুলো মানুষের মধ্যে প্রবল উদ্দীপনার তৈরি করে ফেলেছে। এই প্রজেক্ট গুলো মানুষের মধ্যে এমনভাবে প্রভাব ফেলেছে যে তারা কোন বাছ বিচার ছাড়াই সবগুলোতেই যুক্ত হচ্ছে। হয়তো আপনার উল্লেখিত ব্যক্তির রেফার কমই আছে। আমার এলাকায় এমন একজন ব্যক্তি আছে যার ধ্যান-জ্ঞান হল এয়ারড্রপ করা ইতিমধ্যেই ৪০ প্লাস রেফার করে ফেলেছে এমনকী Dogs এয়ারড্রপেও একই কাজ করেছিল। তার আত্মীয়-স্বজন সবাইকে ধরে ধরে রেফার নিচ্ছে। হ্যামস্টার কমবাট যখন প্রথম লঞ্চ হয়েছিল তখন সে তার ফোনে এলার্ম দিয়ে ফ্রি টোকেন গুলো সংগ্রহ করত যেগুলো কয়েক ঘন্টা পর পর দেওয়া হত।