Post
Topic
Board Other languages/locations
Merits 3 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 10/09/2024, 05:22:31 UTC
⭐ Merited by Xal0lex (3)
আসসালামু আলাইকুম , সবাই কেমন আসেন ? আশা করি ভালোই আসেন।  আমি আমার এক বন্ধুর থাকে এই বিটকয়েন ফোরাম এর কথা শুনেছি। কিন্তু আমার বন্ধু আমাকে পুরোটা ভালোভাবে বোঝাতে পারে নি।  আমাকে বললো যে এই ফোরামের অভিজ্ঞ ব্যাক্তিবর্গ তোমাকে সাহায্য করবে, তোমার কাজ তারা বুঝিয়ে দিবে। তো এখন আমার এই ফোরামে কাজ কি ?
আপনাকে বিটকয়েনটক ফোরাম ও বাংলা লোকাল কমিনিউটিতে স্বাগতম। আপনি যেহেতু লোকাল থ্রেড খুজে পেয়েছেন, আশা করি প্রথম পেজে যেসকল নিয়ম নির্দেশনা দেওয়া আছে সেগুলো মনোযোগ সহকারে পড়েছেন। এখানে বর্তমানে আপনার কাজ হলো আপনি এই ফোরামের বেশি বেশি সময় ব্যয় করুন এবং বেশি বেশি পড়ার চেষ্টা করুন। আপনি যত বেশি পড়বেন, তত বেশি জ্ঞান অর্জন করতে পারবেন। কোন রকমের চিটিং করবেন না, কোন কপি করে বা চুরি করে কোন পোস্ট করবেন না। আমি এই ফোরামের নিয়ম কানুন গুলো কোট করে দিচ্ছি, নিচে দেওয়া লিংকে ক্লিক করে নিয়ম কানুন গুলো সুন্দর করে পড়ে নিবেন।