Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 10/09/2024, 19:36:19 UTC
একটা জিনিস দেখে ভালো লাগলো যে আমাদের কমিউনিটি আস্তে আস্তে এয়ারড্রপ থেকে যে ইনকাম হয়, এটা বিশ্বাস করতে শুরু করেছে এবং এগুলো নিয়ে আমাদের লোকাল থ্রেড এ আলাপ আলোচনা বাড়ছে। এয়ারড্রপ থেকে যে আসলেই পেমেন্ট পাওয়া যায়, এটা আমরা বুঝতে পারছি নটকয়েন এয়ারড্রপ থেকে। তারপর পেমেন্ট দিলো ডগস! এই অব্দি হাজারো টেলিগ্রাম বট চলে আসছে, যেগুলোর একটাও এখন অব্দি পেমেন্ট করে নাই। যদি সব বটেই আপনারা সময় দিতে থাকেন, তাহলে এক সময় মনে হবে যে আপনারা সময় নষ্ট করেছেন। একই সময় যদি ফোরামে দিতেন, তাহলে হয়তো আরো বেটার হতো।

সবাইকে এটাই বলবো, লেজিট যেসব বট গুলো আছে, সেগুলোতে সময় দিন। একটা প্রজেক্ট চালু করার পর, যদি তাদের পেমেন্ট দেয়ার ইচ্ছা থাকে এবং মার্কেটে আসার ইচ্ছা থাকে, তারা কখনোই ৬ মাস সময় নিবে না। ৬ মাস পরে যেসব প্রজেক্ট আসবে, তারা আপনাকে ভালো প্রফিট দিবে না। অন্তত টেলিগ্রাম প্রজেক্ট এর ক্ষেত্রে। যেই প্রজেক্ট গুলো প্রি মার্কেটে আসছে, সেগুলোতে জয়েন করতে পারেন। আর কিছু লেজিট প্রজেক্ট আছে, যেগুলোর কোয়ালিটি দেখেই বুঝতে পারবেন যে এগুলো লেজিট।
ভাই কি অবস্থা ভালো আছো? নতুন করে টেলিগ্রাম খুলছো? আগের চ্যানেলেরই বা কি হলো নাকি বিটকয়েনটকে শুধু আপডেট দিচ্ছো? (আমি অনেকদিন এক্টিভ ছিলাম না, ল্যাপটপের ডিসপ্লে গেছে)।

মূল কথায় আসি। হঠাৎ করেই মানুষ এয়ারড্রপের দিকে ঝুকে পড়ছে, কিছুদিন আগেও মানুষ এগুলোকে পাত্তা দিতো না। বাট এখন অনেকেই অনেকগুলো প্রজেক্টে কাজ করতেছে। আমি নিজেও করতেছি। যদিও বেশির ভাগই ফেক। কোনটা ছেড়ে কোনটা করা উচিত এটা নিয়েও অনেকেই কনফিউজড, যারা নতুন এ লাইনে। আমি বলতে চাচ্ছি আর কি, যারা এসব ভালো বোঝে, যেমন তুমি, তাদের নিয়ে বা তারা একটা থ্রেড/গ্রুপ/চ্যানেল খুললে কেমন হয়? হ্যাঁ লোকালে সবাই কম বেশি কথা বলতেছি। বাট এখানে কোনো কিছু গোছানো না। এমন কোনো এক জায়গা যদি থাকতো সেখানো পটেনশিয়াল লিজিট হতে পারে এমন এয়ারড্রপ, লিস্টিং সব গুছানো আকারে পাওয়া যেতো। যেমন Blum, এটা দিয়ে পাবো আমরা বেশিরভাগই কনফার্ম, ১০ টাকা হলেও পাবো। যেই ২০-৩০ জন আমরা লোকালে এক্টিভ তারা সকলেই বেনিফিট হতো। বলদের মতো ১০০ টা না করে ১০ টা করাই বেটার। 

আমি জানি তোমার অলরেডি একটা এটা নিয়ে থেড আছে বাট সেটা রেগুলার আপডেট করো কিনা বুঝতেছিনা! টেলিগ্রাম গ্রুপে দেখলাম, সেটাও সেম, লাস্ট পোস্ট জুলাইয়ে, সম্ভবতো এক্সেস নাই।

নতুন করে করার কোনো চিন্তা ভাবনা আছে? নাকি লাইফ নিয়ে ব্যস্ত হয়ে গেছো? Wink