একটা জিনিস দেখে ভালো লাগলো যে আমাদের কমিউনিটি আস্তে আস্তে এয়ারড্রপ থেকে যে ইনকাম হয়, এটা বিশ্বাস করতে শুরু করেছে এবং এগুলো নিয়ে আমাদের লোকাল থ্রেড এ আলাপ আলোচনা বাড়ছে। এয়ারড্রপ থেকে যে আসলেই পেমেন্ট পাওয়া যায়, এটা আমরা বুঝতে পারছি নটকয়েন এয়ারড্রপ থেকে। তারপর পেমেন্ট দিলো ডগস! এই অব্দি হাজারো টেলিগ্রাম বট চলে আসছে, যেগুলোর একটাও এখন অব্দি পেমেন্ট করে নাই। যদি সব বটেই আপনারা সময় দিতে থাকেন, তাহলে এক সময় মনে হবে যে আপনারা সময় নষ্ট করেছেন। একই সময় যদি ফোরামে দিতেন, তাহলে হয়তো আরো বেটার হতো।
এয়ার ড্রপ অপছন্দ করা পাবলিকদের মধ্যে অন্যতম একজন ব্যক্তির নাম বললে সেখানে আমি রয়েছি।
কিন্তু মজার বিষয় শুনবেন কি আমি নিজেও এখন বিশ্বাস করি যে এয়ার ড্রপ থেকে রেওয়ার্ড পাওয়া যায় শুধু রেওয়ার্ড না আমি বলব অবিশ্বাস্য পরিমাণ পাওয়া যায়। নরমাল এস ইউজুয়াল আমাদের মতন পাবলিকরা বেশিরভাগ সময় শুধু রেওয়ার্ডটাই পাই, আর অবিশ্বাস্য দেওয়ার তারা পায় যাদের মাথায় একটু আলাদা রকমের বুদ্ধি আছে, একটু টেকনিক্যাল দিকগুলো খাটিয়ে এয়ার ড্রপ থেকে অবিশ্বাস্য পরিমাণের রেওয়ার্ড নিয়ে নিচ্ছে।
সবাইকে এটাই বলবো, লেজিট যেসব বট গুলো আছে, সেগুলোতে সময় দিন। একটা প্রজেক্ট চালু করার পর, যদি তাদের পেমেন্ট দেয়ার ইচ্ছা থাকে এবং মার্কেটে আসার ইচ্ছা থাকে, তারা কখনোই ৬ মাস সময় নিবে না। ৬ মাস পরে যেসব প্রজেক্ট আসবে, তারা আপনাকে ভালো প্রফিট দিবে না। অন্তত টেলিগ্রাম প্রজেক্ট এর ক্ষেত্রে। যেই প্রজেক্ট গুলো প্রি মার্কেটে আসছে, সেগুলোতে জয়েন করতে পারেন। আর কিছু লেজিট প্রজেক্ট আছে, যেগুলোর কোয়ালিটি দেখেই বুঝতে পারবেন যে এগুলো লেজিট।
যে কথাটা আমি বলতেছিলাম সুন্দর করে আপনি সেই কথাটা আগেই বলে রেখেছেন দেখি, আমি আমার বন্ধু সার্কেলে অনেক বন্ধুকে দেখি এয়ার ড্রপ করতে কিন্তু ওরা যেসব এয়ার ড্র করে এবং যেভাবে করে সেভাবে ওদের প্রফিট হবে না তাই আমি নিজে দুই একটা এয়ার ড্রপে ওদেরকে নিজের পক্ষ থেকে কিছু ইনভেসমেন্ট করে হলেও করতে উদ্বুদ্ধ করেছি। তার মধ্যে অন্যতম রয়েছে হট এয়ার ড্রপটি। বলতে গেলে আমার নিকট আন ইথিক লাগে তবে মাত্র একটি অ্যাকাউন্ট দিয়ে এয়ার ড্রপ করে খুব বেশি একটা ফায়দা করে নেওয়া পসিবল না যদি না নিজের একটা পার্সোনাল বড় কমিউনিটি থাকে।
আর ছয় মাসের কথাটা বন্ধুদের বলতে ভুলে যাইনি, যে কোন জিনিস যখন প্রচুর হাইপে থাকে তখন স্ক্যামাররা একটিভ হয়ে যায় ওই বিষয়টা নিয়ে এবং ধীরে ধীরে স্ক্যামার এর ভিড়ে লেজিট হাইপে আনা প্রজেক্টগুলো হারিয়ে যায় এবং এভাবেই হাইপ শেষ হয়ে যায়। খুব বেশি না আর তিন থেকে চার মাস পরেই আমরা এই ইফেক্ট গুলো দেখতে পাবো। তাই যারা এখন ভালো ভালো লেজিট এয়ার ড্রপগুলো তে কোপাচ্ছেন সময় থাকতে থাকতে আরও বেশি বেশি নিজের আখের গুছিয়ে নেন।