আর ছয় মাসের কথাটা বন্ধুদের বলতে ভুলে যাইনি, যে কোন জিনিস যখন প্রচুর হাইপে থাকে তখন স্ক্যামাররা একটিভ হয়ে যায় ওই বিষয়টা নিয়ে এবং ধীরে ধীরে স্ক্যামার এর ভিড়ে লেজিট হাইপে আনা প্রজেক্টগুলো হারিয়ে যায় এবং এভাবেই হাইপ শেষ হয়ে যায়। খুব বেশি না আর তিন থেকে চার মাস পরেই আমরা এই ইফেক্ট গুলো দেখতে পাবো। তাই যারা এখন ভালো ভালো লেজিট এয়ার ড্রপগুলো তে কোপাচ্ছেন সময় থাকতে থাকতে আরও বেশি বেশি নিজের আখের গুছিয়ে নেন।
হ্যাঁ এটা ঠিক যে বাজারে যদি আসল জিনিস থাকে তার বিপরীতে নকল জিনিস অবশ্যই বাজারে ছেড়ে দেবে। আসল ও নকল মিলেই তো দুনিয়া। এখন যে সকল প্লে ড্রপ বটের সমারহ দেখা যাচ্ছে আপনি ভালোভাবে খেয়াল করুন একটা যদি পেমেন্ট করে তাহলে হাজারটা পেমেন্ট করবে না অর্থাৎ ওই একটি পেমেন্টের আড়ালে অন্যগুলো ফায়দা লুটবে। অনেকেই খেয়াল করে থাকবেন NOT কয়েন এরপর অনেকগুলো কিন্তু ড্রপ এসেছিল কিন্তু বেশিরভাগ গুলো স্কামিং করেছে। আসলে বাজারে আসল নকল চেনার মত কায়দা নেই। তবে যে সকল জেনুইন প্রজেক্ট থাকবে সেগুলো অবশ্যই পেমেন্ট করে দেবে। Genuine project কখনো ইউজারদের সাথে তালবাহানা শুরু করে না বড় কোন কঠিন পদক্ষেপ ছাড়াই এরা ইউজারদের পেমেন্ট করে থাকে।