Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 11/09/2024, 17:31:14 UTC
আলহামদুলিল্লাহ! ভালো আছি। হ্যা, নতুন টেলিগ্রাম চ্যানেল খুলেছি। কিন্তু আমি সেখানে এখন তেমন কোনো পোষ্ট করছি না। সেখানে অন্য এডমিন রা পোষ্ট করছে। আমি প্ল্যান করতেছি তাদেরকে রিমুভ করে দিবো কারন আমি যেধরনের প্রজেক্ট শেয়ার করবো, বা করতে চাচ্ছি, তারা সেরকম ভাবে বেছে বেছে শেয়ার করার ধার ধারে না। নিজের ইচ্ছে মতো সব টেলিগ্রাম বটই প্রমোট করে যাচ্ছে। আমার আগের চ্যানেলের কোনো একসেস আমার কাছে নাই। নতুন চ্যানেলটা ভালো করে স্টার্ট করবো ভাবছিলাম,...
পেরা নাই ভাই, সময় নেন! আর লিংকটা একটু ইনবক্সে ফালায় দিয়েন আর যদি ফ্রেশ করে শুরু করতে চান সেক্ষেত্রেও জানায়েন। আমি কিছু গ্রুপে আছি, বাট সেগুলোতে রেফার পাওয়ার ধান্দায়, গরু-ছাগল, হাস মুরগী মানে যা পায় সব শেয়ার করে। টুকটাক ঘাটাঘাটি বা দেখে শুনে দেয়ার কোনো ব্যাপার নাই। এজন্য করিও না, ২-১ টা মনে চাইলে করি, এই আর কি!