Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 11/09/2024, 06:03:37 UTC
ভাই কি অবস্থা ভালো আছো? নতুন করে টেলিগ্রাম খুলছো? আগের চ্যানেলেরই বা কি হলো নাকি বিটকয়েনটকে শুধু আপডেট দিচ্ছো? (আমি অনেকদিন এক্টিভ ছিলাম না, ল্যাপটপের ডিসপ্লে গেছে)।
-----
আমি জানি তোমার অলরেডি একটা এটা নিয়ে থেড আছে বাট সেটা রেগুলার আপডেট করো কিনা বুঝতেছিনা! টেলিগ্রাম গ্রুপে দেখলাম, সেটাও সেম, লাস্ট পোস্ট জুলাইয়ে, সম্ভবতো এক্সেস নাই।

নতুন করে করার কোনো চিন্তা ভাবনা আছে? নাকি লাইফ নিয়ে ব্যস্ত হয়ে গেছো? Wink

আলহামদুলিল্লাহ! ভালো আছি। হ্যা, নতুন টেলিগ্রাম চ্যানেল খুলেছি। কিন্তু আমি সেখানে এখন তেমন কোনো পোষ্ট করছি না। সেখানে অন্য এডমিন রা পোষ্ট করছে। আমি প্ল্যান করতেছি তাদেরকে রিমুভ করে দিবো কারন আমি যেধরনের প্রজেক্ট শেয়ার করবো, বা করতে চাচ্ছি, তারা সেরকম ভাবে বেছে বেছে শেয়ার করার ধার ধারে না। নিজের ইচ্ছে মতো সব টেলিগ্রাম বটই প্রমোট করে যাচ্ছে। আমার আগের চ্যানেলের কোনো একসেস আমার কাছে নাই। নতুন চ্যানেলটা ভালো করে স্টার্ট করবো ভাবছিলাম, কিন্তু রিয়েল লাইফে অনেক বেশি ব্যাস্ত। বিজনেস থেকে তেমন কোনো প্রফিট জেনারেট হচ্ছে না, উল্টো লসে হচ্ছে প্রতি মাসে। দোকানের লোকেশন গ্রাম থেকে চেন্জ করে শহরে নিবো ভাবছি। এজন্য কিছুদিন একটা ব্যাস্ত সময় পার করতে হবে।

আর ছয় মাসের কথাটা বন্ধুদের বলতে ভুলে যাইনি, যে কোন জিনিস যখন প্রচুর হাইপে থাকে তখন স্ক্যামাররা একটিভ হয়ে যায় ওই বিষয়টা নিয়ে এবং ধীরে ধীরে স্ক্যামার এর ভিড়ে লেজিট হাইপে আনা প্রজেক্টগুলো হারিয়ে যায় এবং এভাবেই হাইপ শেষ হয়ে যায়। খুব বেশি না আর তিন থেকে চার মাস পরেই আমরা এই ইফেক্ট গুলো দেখতে পাবো। তাই যারা এখন ভালো ভালো লেজিট এয়ার ড্রপগুলো তে কোপাচ্ছেন সময় থাকতে থাকতে আরও বেশি বেশি নিজের আখের গুছিয়ে নেন।

যেমনটা বল্লাম, প্রজেক্টগুলো জলদি মার্কেটে আসতে চাইলে তারা পারে। কিন্তু এরা ইনভেষ্ট করতে চায় না। এরা চায় মাছের তেল দিয়ে মাছ ভেজে নিতে। অর্থাৎ কমিউনিটি থেকে যা ফান্ড আসবে, সেটা দিয়েই থার্ড ক্লাস কোনো এক্সচেন্জ এ লিষ্ট হতে চায় এরা। বেশিরভাগ প্রজেক্টগুলো স্ক্যাম করবে। তাই সবার উচিৎ শুধুমাত্র প্রি মার্কেটে লিষ্ট আছে, বা লিষ্টিং ডেট প্রকাশ করেছে এমন প্রজেক্টে কাজ করা।