Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Crypto Library
on 11/09/2024, 19:42:33 UTC
পুরো পোষ্ট টি কোট করছি এজন্য সরি। কিন্তু পুরো কোট না করলে আসলে বুঝা যাবে না। এই পোষ্ট দেখার পর মনে হলো যে আমাদের লোকাল থ্রেড এ পোষ্ট আর্কাইভ করার কথা ছিলো এবং একজন ব্যাক্তি সেটার দ্বায়িত্য নিয়েছিলো। কিন্তু যাক এই কাজ দেয়া হয়েছিলো, সে নিজেই একজন স্প্যামার। বেশি চালাকি করতে গিয়ে একাউন্ট নষ্ট করে বসে আছে। যাই হোক, আমি চাচ্ছিলাম ক্রিপ্টো লাইব্রেরী ভাইয়ের আইডিয়া মতো সব গুলো পোষ্ট গুছাতে। আপনারা অনুগ্রহ করে আমাকে ক্যাটাগরি গুলো সিলেক্ট করতে সাহায্য করুন। আমি চাচ্ছি ৫ টা পোষ্ট এর মাধ্যমে ৫ টা ক্যাটাগরি বানাতে।

১। সকল প্রকার অনুবাদ গুলো। এই পোষ্ট এ আমাদের থ্রেড এ করা সকল দরকারি অনুবাদ গুলো কম্পাইল করা থাকবে।
২। টিউটোরিয়াল গুলো। এই পোষ্ট এ সকল প্রকার টিউটোরিয়াল থ্রেড গুলো থাকবে।
৩। ফোরামের রিলেটেড ইনফরমেটিভ পোষ্টগুলো। এই পোষ্ট এ ফোরাম রিলেটেড যেসব গুরুত্বপূর্ণ পোষ্ট আছে, সেগুলো লিষ্ট করা হবে।
৪। বাংলাদেশ থ্রেড রিলেটেড ইনফরমেশন। এই পোষ্ট এ বাংলাদেশ থ্রেড এর মাসিক রিপোর্ট গুলো যেটা ক্রিপ্টো লাইব্রেরী ভাই করে আসছে, সেগুলো কম্পাইল করা হবে।
৫। অন্যান্য প্রয়োজনীয় পোষ্ট যেটা আদারস ক্যাটাগরিতে পড়তে পারে।  
এই পোষ্টের কথা অনেকে ভুলেই গিয়েছে এবং অলরেডি তো আরেকজনের কথা আপনি বলেই ফেলেছেন মানুষজনই উধাও হয়ে গিয়েছে।
যাই হোক আপনি যদি দায়িত্ব নিতে চান তাহলে নিতে পারেন এবং আমি চাই আমাদের এই বাংলাদেশ থ্রেড এর অওনার ওই পোস্টটিকে op এর মধ্যে লিঙ্ক মেনশন করে দেয়, একটি পোস্ট যদি আমাদের মতন কোন অ্যাক্টিভ ইউজার এর op এর মধ্যে থাকে তাহলে আমরা সেই পোস্টকে আমাদের thread এর মধ্যেই অনেকটা চাইল্ডবোর্ড হিসেবে ব্যবহার করতে পারব।
যাই হোক আপাতত এই পাঁচটি আমার কাছে এনাফ মনে হয়েছে যদি কখনো আরো কোন ক্যাটাগরি এর কথা মনে পড়ে আমি আবার দিক থেকে আপনাকে পার্সোনালি মেসেজ করে জানাবো।

Quote
অনেকদিন হয়ে গেছে আমাদের লোকাল বোর্ড এর জন্য এপ্লিকেশনেও কেউ বাম্প করেনি। আমার মনে হচ্ছে চলতি মাসের একটিভিটি বাড়িয়ে, সামনের মাসেই নতুন করে এপ্লিকেশন থ্রেড ওপেন করা উচিৎ। এই ব্যাপারে সকলের মতামত আশা করছি।
আমার মনে হয় সামনের মাসেই এটা করে ভালো কোন ফিডব্যাক পাওয়া যাবে না, কারণ আমরা এবছর খুব একটা ভালো একটিভিটি করতে পারিনি অপরদিকে আমাদের একটিভিটি তুলনামূলকভাবে নিচের দিকে নেমেছে। আপনি যদি দেখেন আগে Rikafip যখন মান্থলি একটা রিপোর্ট প্রকাশ করত সেখানে পাকিস্তান এবং বাংলাদেশ এর জন্য আলাদা করে মেনশন করত যে এই দুইটি থ্রেড বোর্ড পাওয়ার যোগ্যতা রাখে। কিন্তু বর্তমানে সেখানে সে বলেছে দুইটির মধ্যে অন্তত একটি হলেও ভোট পাওয়ার  যোগ্যতা রাখে।
আমি মনে করি আমাদের অ্যাক্টিভিটি শুধু এই মাসে বাড়ালে চলবে না সামনের কয়েক মাস ভালো করে তারপরে নতুন করে বোর্ড এপ্লিকেশনের জন্য টপিক খুলতে হবে। এবং আমাদের নিজেদের উচিত হবে এনোনিমাস থেকে ফোরামে বাংলাদেশীদের আকর্ষণ করা যেন আমাদের কমিউনিটি আরো বড় হয়।