অনেকগুলো টপিকই মিসিং মনে হচ্ছিলো এখানে। আবার কিছু কিছু টপিক একাধিক পার্টে করা। দুই-একটা কনটেস্টের অনুবাদও ছিলো। আবার কিছু টিউটোরিয়ালও ছিলো। আবার বল্লেন কিছু সার্ভিস বোর্ড ইগনোর করছেন। তো সব মিলিয়ে, কম্পাইল করার সুবিধার্থে আমার আমি অনুবাদ করা সব অনুবাদগুলো একত্রে দিয়ে রাখলাম। ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে যেমন ভালো মনে হয় কইরেন।
আপনাকে ধন্যবাদ।
আপনার ৩ টা ট্রান্সলেশন বাদ পড়েছিলো। আসলে আমি নিন্জাষ্টিক ব্যাবহার করে সেখানে কিছু কিওয়্যার্ড ব্যাবহার করে অনুবাদ গুলু বের করার চেষ্টা করছিলাম। লিষ্ট করে দেওয়ার জন্য ধন্যবাদ। যেমনটা বলেছিলাম, কিছু থ্রেড ইচ্ছে করেই এড করা হয়নি। যেমন, পাই বেকিং কন্টেষ্ট এবং কমিউনিটি এওয়্যার্ড থ্রেড। যেহেতু এগুলো সিজনাল, প্রতি বছরেই এই থ্রেড আসবে। এবং বছর শেষে এগুলো তেমন কাজে দেবে না। আর যেমনটা লিখেছি, কাজ এখনো চলমান। রিভিউ মাষ্টার ভাইকে অনেকে চিনে থাকবেন, ওনার বেশ কিছু পোষ্ট আছে। এগুলো এক দিনে করা যাবে না। আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে। সবাই যদি ওনাদের নিজেদের বাংলা পোষ্টগুলোর একটা তালিকা করতে পারতো, তাহলে কাজটা সহজ হয়ে যেতো।
তবে এই বিষয়ে আমি নিউজ খুঁজলাম কিন্তু কোন নিউজ পেলাম না। যাইহোক, CL ভাইয় আপনি ওয়েট করুন দেখুন কি হয়। আমার মনে হয় আপনকে অবশ্যই কনভার্ট করে নতুন টোকেন দিয়ে দিবে।
যেমনটা আমি আমার আগের পোষ্টে লিখেছি, এক্সচেন্জ গুলো অটোমেটিক সোয়াপ করে ব্যালেন্সে এড করে দিবে। বাইনান্স ছাড়াও সবগুলো এক্সচেন্জ এটা নিয়ে এনাউন্সমেন্ট দিয়েছে। বাইনান্সের এনাউন্সমেন্ট লিংক
https://www.binance.com/en/support/announcement/binance-will-support-the-polygon-matic-token-swap-to-polygon-pol-6a6de383727f4659a3050f7982e1620f