Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 13/09/2024, 01:12:37 UTC
ভাইজানেরা আপনাদের কারো কি বাইনান্স এক্সেঞ্জারে মেটিক কয়েন ছিল ?
আমি তো বড় একটা বাঁশ খেয়ে গেলাম। কিছুদিন আগে আমি ৪০০ ডলারের উপরে এমাউন্ট matic কয়েন এ ইনভেস্টমেন্ট করেছিলাম । যদিও ইনভেস্টমেন্ট করেছিলাম লং টার্ম হোল্ডিং করার জন্য কিন্তু সেটা আর হলো কই তার আগে বাইনান্স এই কয়েন কে ডিলিস্টেড করে দিল ডিলিস্টেড করেছে এটা সমস্যা না সমস্যা হলো গিয়ে আমি ডিলিস্টেড হওয়ার পূর্বে কয়েন গুলোকে অন্য কোনো ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে ট্রান্সফার করতে পারিনি। যদিও মনে হচ্ছে ফান্ড আর ব্যাক পাবনা তারপরও জিজ্ঞাসা  করতেসি কোনো কি চান্সেস আছে ব্যাক পাওয়ার ?
আপনার এরকম একটা কাজ হবে আপনি একটু আপডেট রাখবেন না। Ticker পরিবর্তন অথবা টোকেন ডি লিস্টেড করার আগে অবশ্যই যেকোনো একজন এডভান্স এনাউন্সমেন্ট করে থাকে আপনি সেটা খেয়াল রাখবেন না। তাছাড়া একটা বিষয় বুঝলাম না এত জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হঠাৎ করে নাম পরিবর্তন টিকার পরিবর্তন করবে কেন? আপনি যেমন একজন সচেতন মানুষ হয়েও খেয়াল রাখতে পারেননি ঠিক আপনার মত আরও শত শত মানুষ রয়েছে যারা খেয়াল করতে পারিনি। তবে এরকম একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম পরিবর্তন হবে এবং ব্যবহারকারীকে কোন কিছু করবে না এরকম ভাবা ঠিক হবে না। আপনি চিন্তা করবেন না আপনার সমপরিমাণ টোকেন ঠিক নতুন টিকারে পরিবর্তন করে দেয়া হবে।
আমি কিন্তু এটা নিয়ে আয় দুই তিন দিন আগে একটা পোষ্টের উল্লেখ করেছিলাম যে মেটিক MATIC নাম চেঞ্জ করেছে। তখনো যদি CL ভাই বিষয়টি খেয়াল করে দেখতো তাহলে Swap করে নিতে পারতেন চাইলে উইথড্র দিতে পারতেন। কু কয়েন এক্সচেঞ্জে বাইন্যান্স এর আগেই উইথড্র সাসপেন্ড করে দিয়েছিলো, গতকালকে দেখলাম বাইন্যান্স উইথড্র সাসপেন্ড করে দিয়েছে। আমি কোন একটি টেলিগ্রাম গ্রুপ থেকে কয়েকজনে আলোচনা করলো সেটি দেখেছিলাম যে আপনার মেটিক কয়েনের সমপরিমাণ POL টোকেনে কনভার্ট করে দেওয়া হবে। তবে এই বিষয়ে আমি নিউজ খুঁজলাম কিন্তু কোন নিউজ পেলাম না। যাইহোক, CL ভাইয় আপনি ওয়েট করুন দেখুন কি হয়। আমার মনে হয় আপনকে অবশ্যই কনভার্ট করে নতুন টোকেন দিয়ে দিবে।
আপনারা কী এই বিষয়টি দেখেছেন Polygon MATIC টোকেনের নাম চেঞ্জ করা হয়েছে। আমি একটি নিউজে দেখেছিলাম, তাই আমি কুকয়েন এক্সচেঞ্জে চেক করে দেখলাম MATIC টোকেন এর নাম চেঞ্জ করে দেখি নতুন নামকরন করে POL করা হয়েছে।