আপনাকে ধন্যবাদ।
আপনার ৩ টা ট্রান্সলেশন বাদ পড়েছিলো। আসলে আমি নিন্জাষ্টিক ব্যাবহার করে সেখানে কিছু কিওয়্যার্ড ব্যাবহার করে অনুবাদ গুলু বের করার চেষ্টা করছিলাম। লিষ্ট করে দেওয়ার জন্য ধন্যবাদ। যেমনটা বলেছিলাম, কিছু থ্রেড ইচ্ছে করেই এড করা হয়নি। যেমন, পাই বেকিং কন্টেষ্ট এবং কমিউনিটি এওয়্যার্ড থ্রেড। যেহেতু এগুলো সিজনাল, প্রতি বছরেই এই থ্রেড আসবে। এবং বছর শেষে এগুলো তেমন কাজে দেবে না। আর যেমনটা লিখেছি, কাজ এখনো চলমান। রিভিউ মাষ্টার ভাইকে অনেকে চিনে থাকবেন, ওনার বেশ কিছু পোষ্ট আছে। এগুলো এক দিনে করা যাবে না। আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে। সবাই যদি ওনাদের নিজেদের বাংলা পোষ্টগুলোর একটা তালিকা করতে পারতো, তাহলে কাজটা সহজ হয়ে যেতো।
সবাই কমবেশি তাদের অনুবাদগুলো লিস্ট করে রাখে। নিনজাস্টিক ব্যবহার না করে ডাইরেক্ট এপ্রোচ করে দেখেন। আর অনুবাদক তো ১৫-২০ জন না। হাতে গোনা যে কজন আছি আর কি। সবাইকে একটু ইনবক্সে ঘুতা মারেন দেখবেন ঘরঘর করে সব বের হয়ে আসবে। আর যারা এক্টিভ না, বা লোকালে রেয়ারলি দেখা মিলে, তাদের টায় নিনজাস্টিক মারেন।
সিজনাল গুলো চাইলে একটা "Other" ক্যাটাগরিতে রাখতে পারেন। আমাদের হয়তো কাজে আসবে না ঠিক, বাট নতুন যারা ফোরামে জয়েন করবে, লোকালে আসবে, তাদের অবশ্যই কাজে আসবে। এই কনটেস্টগুলোর ইতিহাস জানতে পারবে। জাস্ট একটা সাজেশন দিলাম, বাকিটা আপনার আর বাংলা কমিউনিটির ইচ্ছা!
