1. LEDGER (এটি আকটা জনপ্রিয় হার্ডওয়্যার ওয়ালেট)
2. ENCRYPTION ( এটা ইউজার ডেটা সুরক্ষার একটা বিশেষ প্রক্রিয়া। এটার মাধ্যমে হ্যাকারের হাত থেকে ইউজারের গুরুত্বপূর্ণ তথ্য যেমন ধরনে পাসওয়ার্ড, পার্সোনাল ডকুমেন্টস ইত্যাদি এগুলোকে সুরক্ষিত রাখা হয়)
সঠিক উত্তর দিয়েছেন, আপনাকে মেরিট সেন্ট করা হয়েছে। আপনার বন্ধু দের অংশগ্রহন করার জন্য আমন্ত্রন জানাবেন আশা করছি।
দারুন একটা উপভোগ্য গেমিং আয়োজন করা হয়েছে। আপনি যারা গেমটি আয়োজন করেছে তাদের অনুমতি নিয়েছেন কি-না সেটা ভালোভাবে অভিহিত হবেন। তবে আমি আমার সাধ্যমত চেষ্টা করবো আপনার দেওয়া এলোমেলো শব্দের সাজানোর।
1. LEDGER (একটি জনপ্রিয় হার্ডওয়্যার ওয়ালেট)
2. ENCRYPTION (অতি গোপনীয়তার সাথে সিকিউরিটি নিশ্চিত করা)
3. MINING (Bitcoin তৈরি করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া)
To be continuing
দুঃখিত আপনি হয়ত খেলার কিছু নিয়ম লক্ষ্য করেননি।
৮. একজনের সঠিক উত্তরকৃত শব্দ ২য় বার পোস্ট করা যাবে না।
আবার চেষ্টা করুন আর আশা করছি এই নিয়ম টাও মেনে পরবর্তিতে পোস্ট করবেন আবার -
৪. যতক্ষন না অন্য কেও রিপ্লাই দিচ্ছে আপনি পোস্ট করার পর, আপনি ২য় বার পোস্ট করতে পারবেন না।
আপনার বন্ধুদের আমন্ত্রন করতে ভুলবেন না