Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: শব্দের খেলা
by
LDL
on 14/09/2024, 22:37:34 UTC
⭐ Merited by Mahiyammahi (1)

হ্যাঁ আমি ভাসা ভাসা দৃষ্টিতে আপনার শর্তগুলো র ফলো করেছিলাম যার কারণে আমার বুঝতে একটু কষ্ট হয়েছে। প্রতিবারে দুটি করে ইনকমপ্লিট করা শব্দ কমপ্লিট করে পোস্ট করতে হবে। কেউ যাতে আমার কমপ্লিট করা শব্দ পরবর্তীতে পোস্ট করতে না পারে। বুঝতে পেরেছি এখন আমি আমার সংশোধন করা উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি পরবর্তীতে আমার আর ভুল হবে না।

3. GIMNIN
Ans ... MINING ( বিটকয়েন তৈরি করার একটি পদ্ধতি বা প্রক্রিয়া বলতে পারেন)

5.  _H_I_
Ans. CHAIN ( একটি ডাটাবেজ এর সাথে সুশৃঙ্খলভাবে একাধিক ডাটাবেজ আবদ্ধ থাকা)

আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি সঠিকভাবে উপস্থাপন করার জন্য। দেখেন হয়েছে কিনা