বিগত ২ দিন ধরে পুরাতন পোষ্ট গুলো ঘেটে ঘেটে ইনফরমেটিভ পোষ্ট এর একটা তালিকা করছিলাম। কিন্তু পোষ্ট এর তালিকা করার জন্য আমাকে প্রতিটা পোষ্ট পড়তে হচ্ছে। দুই দিনে মাত্র ৫০ পেইজ পোষ্ট পড়তে পারছি। এই পোষ্ট পড়তে গিয়ে আমি যা ফিল করলাম, তা এখানে পোষ্ট না করলে আমার ভালো লাগবে না। কিছু কিছু পোষ্ট পড়ার পর মনে হচ্ছে এটা রাজনৈকি বড় ভাইদের তেল মারার থ্রেড। এখানে অমুক বড় ভাইকে অভিনন্দন, তমুক ভাইকে শুভেচ্ছা। অমুক বড় ভাই অনেক ভালো, তমুক ভাই অনেক জ্ঞানী, হ্যান ত্যান। মোট কথা মেরিট পাইতে হলে যা করা লাগে সব চেষ্টা করা হয়ে গেছে। অমুক ভাই গু খাইতে বললে সেটাও খাইতে রাজি মনে হয়। কেউ রেংক আপ করলে মনে হয় এখানে উৎসব শুরু হয়। এই পোষ্ট গুলো পড় পড়তে ছাত্রলীগের কথা মনে পড়ে গেছে। প্রিয় অভিভাবক, জী ভাই, সহমত ভাই, পাশে আছি ভাই, আপনাকেও পাশে চাই ভাই। না মানে, What the F bro?
+1 এইসব কারনে বাংলাতে এখন পোস্ট করি না। নিয়মিত পোস্ট পড়ি কিন্তু রিপ্লাই করার মতো কোনো পোস্ট পাই না। এখানে শুধু তেল মারামারি চলে শুধু তাই না গ্রুপিং করে করে মেরিট লেনদেন চলে। এইসব নিয়া কিছুদিন চিল্লাচিল্লি করাতে কয়েকদিন বন্ধ ছিলো কিন্তু এখন আবার শুরু হয়ে গেছে। আমরা বাংগালী তো খাইছলত যাবে না কখনই।
1. M_ _A_A_K
2. _O_ _N_
1. METAMASK ( এটা একটা জনপ্রিয় ক্রিপ্টো ওয়ালেট যা MPC ওয়ালেট সাপোর্ট দেন)
2. SOLANA ( এটা একটা কয়েন সাথে একটা জনপ্রিয় চেইন বা ইকোসিস্টেম)
এতো সহজ সহজ প্রশ্ন কেনো দেন ভাই/আপু

প্রশ্নগুলো আরো কঠিন করেন
