Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Nothingtodo
on 17/09/2024, 14:46:06 UTC
অবৈধ তবু ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান ৩৫তম

বাংলাদেশে অবৈধ কিন্তু তবুও অনেকদিন আগে এখানে আমি একটি পোস্ট দেখেছিলাম যেখানে উল্লেখ ছিল বাংলাদেশের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চল্লিশ লক্ষেরও অধিক লোক ক্রিপ্টো কারেন্সি ব্যবহার করে থাকে। কিছু কিছু দেশে যদি ৭০ পার্সেন্ট এর উপরে লোকজনকে ক্রিপ্টো কারেন্সি ব্যবহারকারী করা হয় তবুও বাংলাদেশে 40 লক্ষের সমান হবে না। আমাদের দেশ জনপ্রিয় না হলেও ক্রিপটো কারেন্সিতে 35 তম অবস্থানে চলে এসেছে।