8. _a_k_t _a_ (two words, 9 letters)
অনুগ্রহ পূর্বক গেম এর নিয়ম গুলো অনুসরন করবেন। অভিনন্দন ১ম, ২য় & ৩য় রাউন্ড এর সব বিজয়ীদের জন্য
8. _a_k_t _a_ (two words, 9 letters) = Market Cap (এটি সাধারণত একটি নির্দিষ্ট ক্রিপ্টোকারেন্সির মোট বাজার মূল্য পরিমাপের জন্য ব্যবহৃত হয়)
আমি অনেক সময় ধরে চিন্তা ভাবনা করে 8 নম্বর এর উত্তর খুঁজে বাহির করে পোস্ট করে ব্রাউজার রিলোড দিয়েই দেখি আমার উপর এ একজন একই রকম পোস্ট করেছে

। এখন আমি কি করবো ?

সবকিছুই ঠিক আছে এবং আমিও গেস করতেছি যে আপনার উত্তরটাও সঠিক। আমিও ঠিক একই উত্তর এর কথা ভেবেছিলাম।
কিন্তু বিষয়টা হচ্ছে আপনি কি এই গেমস এর রুলস দেখে তারপর খেলতে আসছেন? নাকি দেখেছেন একটা গেমসের মধ্যে মেরিট বিতরণ করা হচ্ছে এর জন্য লাফিয়ে অল্ট অ্যাকাউন্ট তৈরি করে এসে পড়েছেন? আপনাদের মতন লোকেদের জন্যই এই ধরনের গেমস বা কনটেস্ট গুলো ফোরামে সমালোচিত হয়।
দয়া করে নিয়ম গুলো ফলো করে তারপর গেমস খেলবেন।
খেলার কিছু নিয়ম -
১.সেপ্টেম্বর ১ এর পরে খোলা কোনো একাউন্ট এই গেম এ অংশগ্রহন করতে পারবে না।