ভাই কি যে বলবো! কে জানি প্রতিদিন ভোরবেলা নেটের তার প্লাস দিয়ে কেটে রেখে চলে যায়। এপর্যন্ত দুইবার কাটছে, ধরতেও পারিনা, বড় বাগানের মধ্যে দিয়ে লাইন, গাছের উপর দিয়ে বায়ানো, তারপরেও। আর একবার নেটের লাইনে ক্যাচাল লাগলে সারাদিনে আর নেট পাবো না। থাকি গ্রামে, না এখানে ভালো লাইন আছে না লোকবল আছে না যন্ত্রপাতি। এমন পরিস্থিতের মধ্যে যদি কেউ এমন শয়তানি করে। ভোরবেলা নেট গেছে, মাত্র লোকেরা আসছে, তার জোড়া দিতে! যদিও তাদেরও কিছু করার নাই। মন চাইতেছে যে এই আকাম করছে তার চুলগুলো ছিড়ি!
সাবজেক্টের বাহিরে যাওয়ার জন্য সরি। সারাদিনের হতাশা এখানে একটু প্রকাশ করলাম।

বাঙালি কথাটা কোথা থেকে এসেছে জানেন?
বন + জঙ্গল = বঙ্গাল
বঙ্গালের অপভ্ৰংশ হলো বাংলা
আর বঙ্গালী থেকে এসেছে বাঙালি
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিস্তীর্ন এলাকা ছিল বন জঙ্গলে ভরা। এই অঞ্চলকে বহির্বিশ্ব বঙ্গাল বা বাংলা বলে জানতো। এখানকার অধিবাসীদের ভাষা ছিল বাংলা আর তাদের বঙ্গালী বা বাঙালি বলা হতো। বিবর্তনের পথে সেখান থেকে আমরা অনেকদূর এগিয়ে এসেছি। কিন্তু, অন্যের পুকুরে বিষ দেওয়া, বাগানের ফল চুরি করা, নেটের তার কেটে দেওয়া... এগুলোর মূলে আছে সেই বন-জঙ্গলের সময়কার আদিম প্রবৃত্তি। প্রান্তিক জনতাকে এর থেকে বার করে সভ্য করার কাজ সহজ নয়।