আগে বাংলা বোর্ডে আসলে দেখতে পেতাম তেল দেওয়া নিয়ে সবাই ব্যাস্ত আর বিশেষ করে একটা জিনিস তা হলো কে র্যাংক আপ করলো তার পোস্টার নিয়ে মিছিল জাতীয় নির্বাচনে মতো। আর এখন দেখতাছি যে ওয়ার্ড গেমের রাউন্ড আসতেই আছে আর বাংলাতে শুরু এগুলাই চলতাছে। এখন এটাই ট্রেন্ডিংয়ে আছে। যাইহোক ভাই আমি আপনাকে দোষারোপ করতেছি না। সমস্যা হলো বাংলাদেশের কোনো লোকাল বোর্ড নাই। যাই পোস্ট করা সহ সব এক যায়গাতেই তাই সব জগাখিচুরি হয়ে যায়৷ তাই আমি আপনাকে পরামর্শ দিবো যে আস্তে ধীরে এই গেমের রাউন্ড চালান বাংলাদেশ টপিকটা কেনন যেনো একঘেয়েমি হয়ে গেছে। প্রতিটা রাউন্ড শেষ হবার পর অন্তত ১ সপ্তাহের গ্যাপ রাখেন তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে।
খারাপ সাজেশন দেননি কারণ গ্লোবাল কোন মেম্বার অথবা ফোরাম এর কোন অফিসিয়াল স্টাফ যদি আমাদের বাংলা থ্রেড কে বোর্ড করা যায় কিনা এর জন্য আমাদের একটিভিটি এনালাইসিস করতে আসে তাহলে তারা এই ধরনের অ্যাক্টিভিটি দেখে ইমপ্রেস নাও হতে পারে।
তাই আমি বলব Mahiyammahi আপু অথবা ভাই যেটাই হোন না কেন এই গেমসগুলো মাসে দুইবার অথবা চারবার দেওয়ার চেষ্টা করুন আর আপনার এসমেরিট গুলোকে অন্যান্য ভালো পোস্ট দাতাদেরও দান করুন।
আমার কাছেও জিনিসটা তেমনই মনে হইতেছে। আর নজরে পড়ার বিষয়টা নিয়ে যদি বলি, অলরেডি বিষয়টা নজরে পড়ছেই বলা যায়। ঠাস করে দেখবো কে জানি রেপুটেশনে পোস্ট করে বসছে, অস্বাভাবিক কিছুই না এটা। তাদের টার্গেটের মধ্যে আমাদের বোর্ড সবসময়ই ছিলো থাকবে আছে, সিসিটিভির মতো নজরদারি রাখে স্প্যামবাস্টার রা!। প্রথমে দেখছিলাম (সোর্স সোর্স সোর্স টিভি চ্যালেন, তারপর স্বাগতম স্বাগতম)।
ধন্যবাদ আপনার সাজেশন এর জন্য, আমি এটা মাথায় রাখব।
খারাপ ভাবে কিছু বলতেছিনা বাট, বিষয়টায় একটু ব্রেক দেয়া উচিত এখন। এভাবে প্রতিদিন না করে মাসিক কনটেস্ট করতে পারেন। হয়তো এমন ছোটখাটো ভাবে না করে আরো বড় ভাবে কিছু কনটেস্টের অর্গানাইজ করলেন! আর সব ভালোকিছুর মধ্যে যে মেরিট থাকতে হবে তাও না। মেরিট বিহীন কনটেস্ট ও করে দেখেন। কতজন অংশ নেয়, দেখেন একটু। আর আপনি বিরাটবড় মেম্বারও নন যে আপনার কাছে বস্তা বস্তা এসমেরিট থাকবে, স্বাভাবিক। একটু ব্রেকে রাখেন আপাতত।
ভাই কি যে বলবো! কে জানি প্রতিদিন ভোরবেলা নেটের তার প্লাস দিয়ে কেটে রেখে চলে যায়। এপর্যন্ত দুইবার কাটছে, ধরতেও পারিনা, বড় বাগানের মধ্যে দিয়ে লাইন, গাছের উপর দিয়ে বায়ানো, তারপরেও। আর একবার নেটের লাইনে ক্যাচাল লাগলে সারাদিনে আর নেট পাবো না। থাকি গ্রামে, না এখানে ভালো লাইন আছে না লোকবল আছে না যন্ত্রপাতি। এমন পরিস্থিতের মধ্যে যদি কেউ এমন শয়তানি করে। ভোরবেলা নেট গেছে, মাত্র লোকেরা আসছে, তার জোড়া দিতে! যদিও তাদেরও কিছু করার নাই। মন চাইতেছে যে এই আকাম করছে তার চুলগুলো ছিড়ি!
সাবজেক্টের বাহিরে যাওয়ার জন্য সরি। সারাদিনের হতাশা এখানে একটু প্রকাশ করলাম।
