Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 20/09/2024, 17:18:11 UTC
ami bangladeshi . new kivabe ay forum a valo kora jabe parle akta guideline dian boss
বিটকয়েন টক ফোরামে এবং বাংলা লোকাল থ্রেডে আপনাকে স্বাগতম। প্রথমে আপনাকে পরামর্শ দিবো আপনি এই বাংলা থ্রেডে পোস্ট করলে অবশ্যই বাংলাতে লিখবেন, কারন যেহেতু লোকাল থ্রেড তাই এখানে সবাই নিজেদের ভাষায় এখানে আলোচনা করে থাকেন। আপনি একদম নতুন তাই আপনার প্রথমে এই ফোরামের নিয়ম কানুন গুলো ভালো করে মনোযোগ দিয়ে পড়ে নেওয়া উচিত।  আপনি যেহেতু লোকাল থ্রেড খুজে পেয়েছেন, আশা করি প্রথম পেজে দেওয়া নিয়ম কানুন গুলো দেখতে পেয়েছেন তাই আপনি সেই গুরুত্বপূর্ণ লিংক গুলোতে ক্লিক করে পড়ে নিবেন। যদি আপনি প্রথম পেজে নিয়ম কানুন গুলো পড়তেন তাহলে এখানে প্রশ্ন করার প্রয়োজন হতো না।

আর আপনি নিয়মিত এখানে সময় দেওয়ায় চেষ্টা করবেন। আপনি যতবেশি পড়বেন যতবেশি জ্ঞান অর্জন করতে পারবেন। ২-১ দিন আগে এই থ্রেডের প্রথম পেজে কিছু গুরুত্বপূর্ণ পোস্টের লিংক এড করে দেওয়া হয়েছে, সেগুলো পড়বেন।

যেটা আপনাকে মনে রাখতে হবে, বাংগালীরা প্রথমে শটকাট করার চেষ্টা করে, তাই আমি আপনাকে পরামর্শ দিবো আপনি কোন ধরনের চুরি করে পোস্ট করবেন না। ফোরামে এক্টিব থাকুন জ্ঞান অর্জন করুন, আপনি যতটা জানের অন্যদের সাহায্য করার চেষ্টা করবেব।

নিয়ম কানুন, প্রথমে যা জানা জরুরি, প্রথম পেজে দেওয়া আছে তবুও এখানে কোট করে দিচ্ছি।।