কানপুরে বাংলাদেশী সমর্থকদের উপর হামলা , নিন্দা জানাচ্ছি
কানপুরে টেস্টে অগ্রিম বাংলাদেশকে হুমকি দিয়েছিল ভারতের একটি হিন্দু সংগঠন কিন্তু সেই সংগঠন কে ঠিকমতো আমলে নেয়নি ভারতীয় ম্যানেজমেন্ট। যদিও তিন স্তরের নিরাপত্তা ছিল কিন্তু সে নিরাপত্তার মধ্যেও বাংলাদেশের সমর্থক রবির উপর হামলা হয়েছে। তাছাড়া বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভারতের এরকম শত্রুভাবাপন্ন হওয়াটা কোনভাবেই শোভনীয় মনে হচ্ছে না। তাছাড়া ভারতের বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনা ঘটেছে। ভারতীয় একটি হিন্দু সংগঠন বাংলাদেশি পতাকা পুড়িয়ে ফেলার মত নিন্দনীয় ঘটনা ঘটেছে। আমরা উপরের ঘটনাগুলো র তীব্র নিন্দা জানাচ্ছি।
তাছাড়া এর রাজনৈতিক চরম মুহূর্তে বাংলাদেশে ক্রিকেট বিদেশের মাটিতে খেলতে যাওয়া মোটেই উচিত হয়েছে কিনা। বাংলাদেশী ম্যানেজমেন্ট কে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখা উচিত ছিল। বাংলাদেশের ক্রিকেটারদের উপর যদি হামলা হয়ে যায় তাহলে এই দায়িত্ব কে নেবে। হামলা হয়ে গেলে কোন কিছুই করার থাকবে না।
গোমূত্র খোররা এর চেয়ে আর কি করতে পারে। ক্রিকেটে একটা বড় ধরনের প্রভাব আছে বলে ছোট ছোট দলের সমর্থকদের তারা সমর্থকই মনে করেনা। এই মুহূর্তে বাংলাদেশের উচিত ছিল খেলা বয়কট করে বাংলাদেশে চলে আসা। যেখানে বাংলাদেশী ক্রিকেটার ও সমর্থকদের নিরাপত্তা নেই সেখানে বাংলাদেশের খেলা চলার কোন যুক্তিই নেই।
গোমূত্র খোররা মনে করে আমরা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করি। গোমূত্র খোররা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখো আমাদের দেশে যেভাবে সংখ্যালঘুরা নিরাপদে বসবাস করে তোমাদের দেশেও এরকম নিরাপদে বসবাস করতে পারে না। যখন তোমরা দেখলে বাংলাদেশে তোমাদের রাজনৈতিক অধিকার খর্ব হচ্ছে, যখন দেখলে ইলিশ আর পাবে না ফ্রিতে, যখন দেখলে যে দেশকে হাতের ইশারাতে নাড়াতাম সে দেশ এখন আর আমাদের কন্ট্রোলে নেই। তখন শুরু করলে সংখ্যালঘুদের কাহিনী নিয়ে বিভিন্ন পাঁয়তারা। আর ভারতের আর বাংলা নিউজ তো সব সময় বাংলাদেশের নিউজ প্রচার করে। যত্তসব গোমুত্র খোর।