Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
DYING_S0UL
on 28/09/2024, 15:23:44 UTC
যাইহোক এয়ার ড্রপ করতে চাইলে করুক সমস্যা নাই তবে গাঁজাখুরি প্রেডিকশনে বিশ্বাস করা যাবে না কারণ সাপ্লাই এবং মার্কেট ক্যাপ এর বিষয়টা আগে দেখতে হবে বাস্তবসম্মত কিনা। তারওপর প্রেডিকশনে বিশ্বাস করতে হবে।
যারা নতুন এয়ারড্রপ করতে আসছে শুধুমাত্র একটা টেলিগ্রাম একাউন্ট খুলে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে টোটাল সাপ্লাই বা মার্কেটক্যাপ সম্পর্কে তারা কি জানে। একমাত্র যারা আগে থেকে ক্রিপ্টো স্পেসে আছে, তারা ছাড়া আর বাকি সব গুলাই আপনার দিকে হা করে তাকিয়ে থাকবে। যদিও এটা ক্রিপ্টোকারেন্সির একটা ব্যাসিক প্রশ্ন। তারা এসব আগা মাথা আসলে কিছুই জানে না। তারা শুধু জানে, টেলিগ্রাম বটের ভেতর ট্যাপ ট্যাপ করলে টাকা আসবে। এই যে সবাই মিলে বললো যে আপনারা মুলা পাবেন, সবার উত্তর ছিলো, আপনাকে ২৬ তারিখে বলবো। এর পেছনে সবচাইতে বেশি দ্বায়ী টিকটকার সু**র ফুয়ারা।
ফ্রী এয়ারড্রপে কিছুই পাওয়া যায়না ভাই। ৩ মাস কাজ করে ৩০ ডলার? এর থেকে কামলা দিলে দিনে ৮০০ টাকা পাওয়া যেতো! সুদা***ফুয়াদের আর কিছু বইলেন না। এদের মূল টার্গেটই থাকে রেফার করা। রেফারের জন্য এরা গু রেও গোল্ড বলতে রাজি! কনটেন্ট ক্রিয়েটর, বালের ইনফ্লুয়েনজার, প্রতিবন্ধি টিকটকাররা এমন ভাবে প্রজেক্ট গুলো প্রেমোট করবে যে কি না কি। দিনশেষে প্রজেক্ট ইউজারদের মুলা ধরায় দিয়ে চলে যায়।

দেখে শুনে পেইডগুলো করতে পারলে ভালো। যেমন আমি একটা করছিলাম, ওটায় কিছু টুকটাক খরচ ছিলো, ঐ আরকি ব্রিজ করা, ট্রানজাকশন করা, এইসব রিলেটেড। মানে এললিজেবল হইতে যা লাগে। সেখান থেকে nft দেয়া হইছে, কার কাছে কোন ক্যাটাগরির nft আছে, সেটার উপর ভিত্তি করে টোকেন দেয়া হবে। কপাল ভালো ছিলো, লেজেন্ডারি একটা পাইছি, (টোটাল আছেই ৭০ টার মতো), এখনই চাইলে সেল করা যাবে, বা চাইলে গভারনেন্স টোকেন ড্রিস্টিবিউশনের জন্য আপেক্ষা করা লাগবে। দিনশেষে আমার যা খরচ হইছে, তা তো উঠছেই, ভালো একটা লাভও থাকবে।

সারমর্ম: ফ্রী এডারড্রপ আমার কাছে ওয়েস্ট অফ টাইম মনে হয়। পে যে করে না তা না, করে, বাট যা করে তাতে সময়ে পোষায় না।



আপনারা কেউ বিড়াল পালেন?