Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
LDL
on 28/09/2024, 22:37:34 UTC

ফ্রী এয়ারড্রপে কিছুই পাওয়া যায়না ভাই। ৩ মাস কাজ করে ৩০ ডলার? এর থেকে কামলা দিলে দিনে ৮০০ টাকা পাওয়া যেতো! সুদা***ফুয়াদের আর কিছু বইলেন না। এদের মূল টার্গেটই থাকে রেফার করা। রেফারের জন্য এরা গু রেও গোল্ড বলতে রাজি! কনটেন্ট ক্রিয়েটর, বালের ইনফ্লুয়েনজার, প্রতিবন্ধি টিকটকাররা এমন ভাবে প্রজেক্ট গুলো প্রেমোট করবে যে কি না কি। দিনশেষে প্রজেক্ট ইউজারদের মুলা ধরায় দিয়ে চলে যায়।

সারমর্ম: ফ্রী এডারড্রপ আমার কাছে ওয়েস্ট অফ টাইম মনে হয়। পে যে করে না তা না, করে, বাট যা করে তাতে সময়ে পোষায় না।


আপনারা কেউ বিড়াল পালেন?
একটি উদাহরণ দিচ্ছি ভাই , X empire যদি কেউ করে থাকেন তাহলে একটু বোঝার চেষ্টা করুন। প্রথমে তারা কিছু ইউজারদের এনএফটি দিয়েছে যারা প্রথমে এক টন পর্যন্ত সেল দিতে পেরেছে। ধরে নিলাম ৫ ডলার কিন্তু ওয়ালেট এ এড হয় মাত্র 0.87TON কিন্তু দফায় দফায় Transaction করে দুই টন এর মত শেষ হয়ে যায়। পরে শুনলাম লাস্টে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে 690000× টোকেন কম দেবে। পরে ক্যালকুলেট করে দেখলাম পুরো সময়টাই লস এবং যে পরিমাণ প্রফিট পাওয়া যাবে তাতে তুলনা করলে নিজস্ব একাউন্ট থেকে খুব সম্ভবত ১০ থেকে ১৫ ডলারের মত লস থাকবে।

Cats , এর কথা যদি বলতে চান তাহলে একটু ভেবে দেখুন এরা কি করছে। কিসের যেন বালের অজিপাশ OG Pass করা লাগে এতে এক টন পরিমান কাটে। এটা না করলে নাকি এলিজিবল হবে না। যে পরিমাণ দাম রয়েছে পেমেন্ট দেওয়ার পর সাথে আরো দুটো শূন্য যোগ হবে এর মানে একজন ইউজার সর্বোচ্চ পেলে ১ ডলার পরিমাণ দিতে পারে। কিন্তু তাদের শর্ত পূরণ করতে দশ ডলারের মত খরচ হচ্ছে এর মানে ১০ ডলারের মত একজন ইউজারের এর কাছাকাছি নিচ্ছে। সকল প্রজেক্টেই একই ধরনের ধান্দা।

Memefi business শুরু করে দিয়েছে, বেশ কয়েক মাস তাদের এরকম ধান্দা ছিল না এখন একাধিক ধান্দা শুরু করে দিয়েছে। shop, onchain transaction, ইত্যাদি ইত্যাদি। যদিও প্রজেক্ট ইথেরিয়াম ভিত্তিক কিন্তু অনচেইনে ট্রানজেকশন করতে হবে টন দিয়ে যতসব ফালতু ধান্দা।

সকল প্রজেক্টেই একই প্রতারণার ধরন। এসকল tap tap অবশেষে Billion ডলার জনগণের কাছ থেকে ধান্দা করে লাস্টে ঘোড়ার ডিম ধরিয়ে দিবে।