যাইহোক এয়ার ড্রপ করতে চাইলে করুক সমস্যা নাই তবে গাঁজাখুরি প্রেডিকশনে বিশ্বাস করা যাবে না কারণ সাপ্লাই এবং মার্কেট ক্যাপ এর বিষয়টা আগে দেখতে হবে বাস্তবসম্মত কিনা। তারওপর প্রেডিকশনে বিশ্বাস করতে হবে।
যারা নতুন এয়ারড্রপ করতে আসছে শুধুমাত্র একটা টেলিগ্রাম একাউন্ট খুলে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে টোটাল সাপ্লাই বা মার্কেটক্যাপ সম্পর্কে তারা কি জানে। একমাত্র যারা আগে থেকে ক্রিপ্টো স্পেসে আছে, তারা ছাড়া আর বাকি সব গুলাই আপনার দিকে হা করে তাকিয়ে থাকবে। যদিও এটা ক্রিপ্টোকারেন্সির একটা ব্যাসিক প্রশ্ন। তারা এসব আগা মাথা আসলে কিছুই জানে না। তারা শুধু জানে, টেলিগ্রাম বটের ভেতর ট্যাপ ট্যাপ করলে টাকা আসবে। এই যে সবাই মিলে বললো যে আপনারা মুলা পাবেন, সবার উত্তর ছিলো, আপনাকে ২৬ তারিখে বলবো। এর পেছনে সবচাইতে বেশি দ্বায়ী টিকটকার সু**র ফুয়ারা।
আমি একবার না এর আগেও কয়েকবার আমার পোস্টে মেনশন করেছি যে যদি নিজের একটা কমিউনিটি না থাকে অথবা যদি নিজে হাজারটা টেলিগ্রাম একাউন্ট খুলে সেই অ্যাকাউন্ট গুলো দিয়ে এয়ার ড্রপ না করে তাহলে খুব বেশি একটা ইনকাম করা পসিবল না। যেমনটা এর আগে আপনি বলেছেন যে এয়ার ড্রপ করা প্রজেক্ট গুলোর আগে থেকেই একটা এয়ার্ড্রপ রেওয়ার্ড পুল রেডি থাকে তারা অবশ্যই প্রত্যেক এয়ার ড্রপ আন্ডার কে হাজার হাজার ডলার দিয়ে দিবে না কারণ এটি করলে দেখা যাবে যে সেই প্রজেক্ট নিজেই সর্বস্বান্ত হয়ে গিয়েছে।
যাই হোক আমি আবারও বলব নিজের পার্সোনাল কমিউনিটি না থাকলে এয়ার ড্রপ করে হাজার হাজার ডলার কামানো কখনোই পসিবল না যারা বলে তাদের এরকম কমিউনিটি রয়েছে। আর তারাই দেখবেন এই ধরনের রেফারেল বেসড এয়ার ড্রপ বেশি প্রেফার করে এটাও একটা স্ট্রাটেজি আপনি যখন একটা বিষয় সম্পর্কে বেশি পজিটিভ পজেটিভ কথা বলবেন তখন মানুষ সেটার প্রতি এট্রাক্ট হবে এবং দরকার বললে নিজে খুঁজে আপনার এয়ার ড্রপ গ্রুপে জয়েন হবে এবং পরবর্তীতে হয়তো আপনি সেখান থেকেও রেফার পাবেন।
যাইহোক আজকে আমার ফোরামে ঢুকে কেমন যেন খুবই ভালো লাগলো মনে হচ্ছে আজ থেকে দুই বছর পূর্বে চলে গিয়েছি আমি যখন প্রথম এসেছিলাম। যাইহোক যারা নিজেরা উদ্যোগ নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমি আবারো বলতে চাই যার যার নিজের অবস্থান থেকে চেষ্টা করবেন ফোরামের মানুষদের এট্রাক্ট করার জন্য আবার এমন কইরেন না যে যেটাতে আপনার বিপদ হয় প্রাইভেসিকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে কাজটা চালিয়ে যান। কারন আমাদের একটিভ ইউজার দরকার লোকালবোর্ড পাওয়ার জন্য অ্যাক্টিভ ইউজার থাকলে আমাদের activity বেশি হবে। না হলে এভাবে কমতেই থাকবে যেখানে পাকিস্তান এবং নাইজেরিয়া এর সাথে আমাদের কম্পিটিশন হতো সেখানে আমাদের লোকাল থ্রেট এখন তাদের ধারের কাছেও যেতে পারছিনা।