ভাই আমার মনে হয় বাংলার জন্য এরকম একটা নিয়ম থাকা অবশ্যই প্রয়োজন। কারণ বাংলা লেখাটা এই ফোরামের আমরা বাঙালিরা ছাড়া অন্য কেউ করতে পারে না বললে চলে। আর যখন প্রপার বাংলা আমরা লিখি এই লেখাগুলো তারা পড়ার জন্য ট্রান্সলেট করে ইংরেজি করে নেয়। এভাবেই তারা পড়ে থাকেন কিন্তু যদি দেখেন আমরা বাংলিশ ব্যবহার করতেছি বা আমাদের মত করে আমরা সংক্ষিপ্ত রূপ দিয়ে বাংলিশ বলতেছি এগুলো ট্রান্সলেট করা যায় না এবং এগুলো আমরা বাঙালিরা ছাড়া অন্য কেউ এগুলো বুঝতেও পারে না।
বাংলা বোর্ড মুলত বাংলা ভাষা যারা জানে তাদের জন্য। অন্য কেউ আপনার কথা ট্রান্সলেট করে বুঝতে পারলো নাকি পারলো না, সেট আসলে জরুরী না। জরুরী হলো আপনি যাদের জন্য লিখছেন, তারা বুঝতে পারছে কি না। যদিও আমিও বাংলা ফন্ট এ লেখার পক্ষে। তবে কারো সাময়ীক সমস্যা হলে তারা চাইলে ইংরেজী ফন্টে লিখতেই পারেন, এটার জন্য আলাদা করে রুলস বানিয়ে সেটা বন্ধ করা জরুরী বলে আমার মনে হয় না। আপনি যতক্ষন বাংলা বলছেন, ততক্ষন আপনি কোনো রুলস ভায়োলেট করছেন না। আর যেরকম টা লিটল মাউস ভাই লিখেছেন, সেলফ মোডারেটেড থ্রেড এ আসলে থ্রেড ক্রিয়েটর চাইলেই কিছু লোকাল রুলস সেট করে দিতে পারেন। আর এখানে ওনার সেই নিয়ম ই চলবে।