যারা নতুন এয়ারড্রপ করতে আসছে শুধুমাত্র একটা টেলিগ্রাম একাউন্ট খুলে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে টোটাল সাপ্লাই বা মার্কেটক্যাপ সম্পর্কে তারা কি জানে। একমাত্র যারা আগে থেকে ক্রিপ্টো স্পেসে আছে, তারা ছাড়া আর বাকি সব গুলাই আপনার দিকে হা করে তাকিয়ে থাকবে। যদিও এটা ক্রিপ্টোকারেন্সির একটা ব্যাসিক প্রশ্ন। তারা এসব আগা মাথা আসলে কিছুই জানে না। তারা শুধু জানে, টেলিগ্রাম বটের ভেতর ট্যাপ ট্যাপ করলে টাকা আসবে। এই যে সবাই মিলে বললো যে আপনারা মুলা পাবেন, সবার উত্তর ছিলো, আপনাকে ২৬ তারিখে বলবো। এর পেছনে সবচাইতে বেশি দ্বায়ী টিকটকার সু**র ফুয়ারা।
হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো। আমার পরিচিত ম্যাক্সিমাম পাবলিক যাদের টেলিগ্রাম আছে তারা আসলে জানেই না টেলিগ্রাম মূলত কিসের এপ। তারা বিভিন্ন মানুষের মাধ্যমে টাকা ইনকাম করার লোভে পরে টেলিগ্রাম একাউন্ট খুলে। এয়াপড্রপ এর একটা সময় ছিলো , আমি অনেকদিন অফলাইন তাই সঠিক নাম টা মনে করতে পারছিনা আমার বন্ধু আলমগীর যাকে তুমি চেনো সে আমাকে কিছু এয়ারড্রপ এর খোঁজ দিয়েছিলো ২০১৬/১৭ সালের দিকে সম্ভবত। অই এয়ারড্রপগুলা থেকে আমি হিউজ পরিমাণে ইনকাম করছিলাম। প্রতি একাউন্ট এ ৩০ ডলারের উপরে দিতো আবার সাথে সাথেই প্যামেন্ট দিয়ে দিতো। অইসব দিন এখন আর নাই এখন যা দেখি তার ৯৯.৯% ই ভূয়া।
বর্তমানে টেলিগ্রাম বটগুলো একটা বিজনেস খুলে বসেছে, একটা বট লাঞ্চ করার পর তাদের প্রথম শর্তই থাকে টন লেনদেন করতে হবে তা না হলে পেমেন্ট পাবেন না। এগুলা আসলে একটা প্রতারণা করার বিভিন্ন রূপ। পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে কোন নাম গন্ধ নেই অথচ লেনদেন করতে হবে এটা তাদের প্রথম শর্ত দেওয়া থাকে। তাই এ সমস্ত প্রতারণার ফাঁদে পা দেওয়ার আগে যার যা কর্ম ছিল সেটাই করতে থাকেন ওইটাই ভালো হবে।