Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
BlackHatSojib
on 01/10/2024, 18:27:14 UTC
বর্তমানে টেলিগ্রাম বটগুলো একটা বিজনেস খুলে বসেছে, একটা বট লাঞ্চ করার পর তাদের প্রথম শর্তই থাকে টন লেনদেন করতে হবে তা না হলে পেমেন্ট পাবেন না। এগুলা আসলে একটা প্রতারণা করার বিভিন্ন রূপ। পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে কোন নাম গন্ধ নেই অথচ লেনদেন করতে হবে এটা তাদের প্রথম শর্ত দেওয়া থাকে। তাই এ সমস্ত প্রতারণার ফাঁদে পা দেওয়ার আগে যার যা কর্ম ছিল সেটাই করতে থাকেন ওইটাই ভালো হবে।

একদম ঠিক বলেছেন। বর্তমানে এইসবই চলছে। পাবলিক তো বুঝে না কিছু একটা দেখলেই নিজে তো ঝাঁপিয়ে পরেই সাথে আরো যারা আছে তাদের নিয়ে পরে।
এইসব টেলিগ্রাম স্ক্যাম এর আরেকটা ফায়দা হলো তাদের গ্রুপ আর চ্যানেলে মেম্বার, সাবস্ক্রাইবার বাড়ানো। কাউকে এসব ব্যাপারে সাবধান করলে সাবধান তো হয়ই না উল্টা এমন ভাব করে যেনো তার লাভ হবে দেখে হিংসায় তাকে ভুলভাল বুঝাচ্ছি।