Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
AirtelBuzz
on 02/10/2024, 07:06:22 UTC
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন. আশা করি সকলেই ভাল আছেন.
আমি এই ফোরামের একজন নতুন সদস্য, আমি ক্রিপ্টো এবং এই ফোরাম বিষয়ে আগ্রহী, কিন্তু আমি জানিনা আমি কোথা থেকে শুরু করব.
আমি আপনাদের কাছ থেকে একটু গাইডলাইন চাচ্ছি, কিভাবে আমি সুন্দরভাবে আমার যাত্রা শুরু করতে পারি.
আমি আপনাদের কাছ থেকে সাহায্য কামনা করছি আশা করি আপনারা আমাকে সব সময় সাহায্য করবেন.
আমি আস্তে আস্তে এগুলো নিয়ে গবেষণা শুরু করতে চাই এবং এগিয়ে যেতে চাই,কিন্তু এরই মাঝে মাঝ পথে একটু আটকে গেলে, আমি যেন আপনাদের থেকে সাহায্যও পাই. 
আমি এখানে আমার সেরাটি দিয়ে চেষ্টা করব. আশা করি আমরা নতুনরা সবসময় আপনাদেরকে আমাদের পাশে পাবো.

প্রথমত এই সুবিস্তৃত বিটকয়েন্টক ফোরাম তথা আমাদের বাংলা লোকাল বোর্ডে আপনাকে স্বাগতম। নতুন অবস্থায় হয়তো কেউ পরিপূর্ণ জ্ঞানী বা অভিজ্ঞ হতে পারে না ধীরে ধীরে নিজের মেধা বা শ্রমের ফলে অভিজ্ঞ হয়। আপনাকেও ঠিক একই কাজ করতে হবে অর্থাৎ এখানে ধৈর্য সহকারে সময় দিতে হবে এবং ফোরামের বিভিন্ন নিয়ম কানুন মেনে চলে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি করতে হবে। আমাদের এই বাংলা থ্রেডের প্রথম পেজে নতুনরা কিভাবে পোস্ট করবে কিভাবে তাদের পোস্ট করা উচিত এবং কি কি নিয়ম মেনে চলতে হবে সেই গুলো নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল রয়েছে।

আমি আপনার সামনে সেগুলো উপস্থাপন করছি সময় পেলে সেগুলো যত সহকারে পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন আশা করি নতুন অবস্থায় আপনার যে সমস্যা সেগুলোর সমাধান হবে।