Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 03/10/2024, 08:02:23 UTC
ভাই, সবাই টেলিগ্রাম এ বিভিন্ন ধরণের মইনিং করে, আবার অনেক অনেক এয়ারড্রপ করে, এগুলো করে সবাই মোটামুটি ভালো কিছু পায়, কিন্তু আমি কখনো এগুলো করিনি, আমি এগুলো করতে চাই, তবে এগুলো কোথা থেকে পাবো এই জিনিসটি বুজতে পারছি না, এমন কি কোনো জায়গা আছে যেখান থেকে ভালো ভালো কিছু এয়ারড্রপ এর প্রতিনিয়ত আপডেট পাওয়া যায় ? বা আপনাদের মধ্যে কেউ কি এগুলো করেন ? যদি করে থাকেন তবে যদি আমাকে একটু বলতেন তাহলে খুব উপকার হতো.
টেলিগ্রামে মিলিয়ন মিলিয়ন ইউজার হওয়ার কারনে টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট থেকে ভালো কিছু পাওয়া যায় না। জানি না আপনি শুনেছেন কীনা? কয়েকদিন আগে হামস্টার ক্যামবট এয়ারড্রপ সবাইকে মুলা ধরিয়ে দিয়েছে। তবে আপনি ভালো প্রজেক্ট গুলোতে জয়েন হওয়ার চেষ্টা করবেন। blum এইটা নাকী ভালো হবে, আমাদের লোকাল থ্রেডেও আলোচনা হয়েছে। আপনি চাইলে blum এয়ারড্রপে জয়েন করে রাখতে পারেন।

যাইহোক, টেলিগ্রামে বিভিন্ন চ্যানেল রয়েছে, সেগুলো থেকে হাবিজাবি সব প্রজেক্ট শেয়ার করে দিন শেষে দেখা যায় শতকরা ২-৪ টা প্রজেক্ট ভালো হয়। টেলিগ্রাম চ্যানেল থেকে শুধু রেফার পাওয়ার লোভে সব প্রজেক্ট শেয়ার করে থাকে। তাই হাবিজাবি চ্যানেল থেকে সব আবর্জনা এয়ারড্রপে জয়েন করে সময় নষ্ট করবেন না।

আমাদের লোকাল থ্রেডের Learn Bitcoin ভাই এয়ারড্রপ শেয়ার করার জন্য টেলিগ্রাম চ্যানেল খুলেছিলেন কিন্তু তিনি এখন সেই চ্যানেলে কোন পোস্ট করেন না। আমি কোন পোস্টে হয়তো দেখেছিলাম Learn Bitcoin ভাই নাকী নতুন চ্যানেল খুলেছেন। LB ভাইয়ের প্রতি অনুরোধ যদি এয়ারড্রপ শেয়ার করার জন্য নতুন চ্যানেল খুলে থাকেন তাহলে আমাদের মাঝে উপস্থাপন করবেন, আমাদের সবার জন্য উপকার হবে।

এছাড়া আমাদের লোকাল কমিনিউটির অনেক পুরনো সদস্য Review Master ভাই তিনিও এয়ারড্রপ শেয়ার করে থাকেন। আমি তাকে অনেক দিন আগে মেনশন করেছিলাম, তিনি তার টুইটার ও টেলিগ্রামের লিংক দিয়েছিলো। আপনি চাইলে Review Master ভাইয়ের টেলিগ্রামে ফলো রাখতে পারেন। Review Master ভাই আপনি যদি কয়েকটা ভালো প্রজেক্ট সম্পর্কে লোকাল থ্রেডে পোস্ট করতেন তাহলে ভালো হতো।
টেলিগ্রাম লিংক: https://t.me/bitbytecrypto_ann