আমাদের লোকাল থ্রেডের Learn Bitcoin ভাই এয়ারড্রপ শেয়ার করার জন্য টেলিগ্রাম চ্যানেল খুলেছিলেন কিন্তু তিনি এখন সেই চ্যানেলে কোন পোস্ট করেন না। আমি কোন পোস্টে হয়তো দেখেছিলাম Learn Bitcoin ভাই নাকী নতুন চ্যানেল খুলেছেন। LB ভাইয়ের প্রতি অনুরোধ যদি এয়ারড্রপ শেয়ার করার জন্য নতুন চ্যানেল খুলে থাকেন তাহলে আমাদের মাঝে উপস্থাপন করবেন, আমাদের সবার জন্য উপকার হবে।
ভাই আমি নতুন চ্যানেল খুলেছি ঠিকই। কিন্তু আমি সেখানে সময় দিতে পারছি না। আমি অন্য একজন কে চ্যানেলের এডমিন করে দিয়েছি আপাতত চ্যানেল একটিভ রাখার জন্য। কিন্তু সে সেই চ্যানেলে হাস মুরগীর এয়ারড্রপ শেয়ার করতেছে। আসলে পোলা্পাইনের হাতে কাজ না থাকলে আর সারাদিন অনলাইনে থাকলে যা করে আরকি। সব এয়ারড্রপেই কাজ করে আর সব গুলোই শেয়ার করে। এজন্য মূলত চ্যানেল এখানে আর শেয়ার করি নাই। আমি যদি সময় দিতে পারি, তাইলে ভবিষ্যতে শেয়ার করবো। আমার টার্গেট থাকবে যে প্রজেক্ট গুলো লেজিট হবে, সেগুলো শেয়ার দেয়ার। তবে এয়ারড্রপে আসলে কোনো গেরান্টি দেয়া যায় না। কখন কোন প্রজেক্ট স্ক্যাম করবে তা বলা যায় না। আপাতত সবার মতো আমিও হট কয়েন নিয়ে অনেখ আশাবাদী। দেখা যাক কি করে এরা।
মনের কথা জনে জনে আলাদা। কিন্তু আপনার মনের কথা আমার সাথে পুরোপুরি মিলে গেল। এই যে টেলিগ্রামে অনেকগুলো এয়ার্ডপে কাজ করছি এবং বেশিরভাগ প্রজেক্টের বিভিন্ন দেশের চ্যানেলগুলোতে যোগ হলে সেখানে যদি কিছুটা সময় থাকা যায় তাহলে বোঝা যায় পাগলের কারখানা। এক মুহূর্তের ভিতর পাগল করে দেয়। একদিন আমি টেলিগ্রামে একটি এয়ার্ডপের রেফার চেয়েছিলাম বাহ চাওয়া মাত্র মিনিমাম ১৫ জন পার্সোনাল মেসেজ দিয়ে লিঙ্ক শেয়ার করেছে। ১৫ জনের আকুতি মিনতি একটাই ভাই আমার লিংক থেকে রেফার করেন। তারপর থেকে কোন প্রজেক্টের বাংলাদেশ চ্যানেলে আর যোগ হই না। আসলে ভাই এই সমস্ত চ্যানেলে যোগ হলে মাথা খারাপ হতে খুব একটা বেশি সময় নেবে না।