Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 03/10/2024, 21:16:49 UTC
⭐ Merited by Crypto Library (1)
এছাড়া আমাদের লোকাল কমিনিউটির অনেক পুরনো সদস্য Review Master ভাই তিনিও এয়ারড্রপ শেয়ার করে থাকেন। আমি তাকে অনেক দিন আগে মেনশন করেছিলাম, তিনি তার টুইটার ও টেলিগ্রামের লিংক দিয়েছিলো। আপনি চাইলে Review Master ভাইয়ের টেলিগ্রামে ফলো রাখতে পারেন।
টেলিগ্রাম লিংক: https://t.me/bitbytecrypto_ann

Review Master ভাই আপনি যদি কয়েকটা ভালো প্রজেক্ট সম্পর্কে লোকাল থ্রেডে পোস্ট করতেন তাহলে ভালো হতো।

প্রথমেই ধন্যবাদ ভাই, আমার চ্যানেলটিকে এখানে সবার সাথে শেয়ার করার জন্য। প্রজেক্ট বলতে, একটি Testnet এর পয়েন্ট ফার্মিং করতেছি এবং কিছু mainnet এর প্রজেক্ট ব্যবহার করতেছি।



আর একটি বিষয়, যারা মোবাইলে কিংবা ল্যাপটপে যদি QR কোড দিয়ে যেকোনো ওয়ালেট কানেক্ট কইরা থাকেন, তাহলে WalletConnect এর এয়ারড্রপের জন্য রেজিস্ট্রেশন কইরেন। আমি বিস্তারিত বিষয় এখানে বর্ণনা করেছি: https://x.com/officialbitbyte/status/1838664528650997961



নিচে সেগুলোর টিউটরিয়াল লিংক দিয়ে দিলাম:

Hemi Network Testnet : এই প্রজেক্টি পয়েন্ট সিস্টেম ব্যবহার করতেছে এবং Leaderboard এর সর্বোচ্চতে পৌছাইতে সময় কম লাগবে। কেননা এটি ফার্মিং কেউ করতেছে নাহ, তাই সকলকে বলবো যে প্রতিদিনের task গুলো কইরেন। কারণ mainnet এ যাওয়ার পর টোকেন লিস্টিং কিংবা TGE হবে। হয়তো Liquidity/TVL এর জন্য মেইননেটে কিছু সময় পয়েন্ট ফার্মিং চালু রাখবে।

→ Twitter Thread: https://twitter.com/officialbitbyte/status/1839359214155866418
→ Blog: https://bitbytecrypto.medium.com/hemi-network-incentivized-testnet-step-by-step-tutorial-701437acb3f0

Vanilla Finance টেলিগ্রাম বটে CONE ব্যবহার করে, শুধুমাত্র option ট্রেডিং করেন। আর লেভেল বাড়ান, কেননা আপনার লেভেল যত বেশি হবে তত বেশি এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত এখানে: https://t.me/bitbytecrypto_ann/1396

এখন আসি মেইননেট প্রজেক্টগুলো কেমন করে ব্যবহার করবেন সেটি নিয়ে। আপনারা যারা সিগনেচার ক্যাম্পেইন করতেছেন কিংবা ক্রিপ্টো থেকে ইনকাম করতেছেন, তারা কোনো পেমেন্ট পাওয়ার সাথে সাথে ক্যাশ/টাকায় পরিবর্তন করার আগে নিচের টিউটরিয়ালগুলো অনুসরণ করে Tokenless প্রজেক্টগুলো ব্যবহার করেন। এতে ভবিষ্যতে যখনই এসবের এয়ারড্রপ দিবে, তখন ভালোই এয়ারড্রপ পাবেন। উদারহণ হিসেবে, আমি যখনই কোনো নাহ কোনো প্রজেক্ট থেকে পেমেন্ট পাই তখনই USDT নিজের ওয়ালেটে নেই এবং নিচের DEX কিংবা Bridge গুলো ব্যবহার করি।

→ Jumper Exchange: https://t.me/bitbytecrypto_ann/1305
→ Superform & Hyperlane: https://t.me/bitbytecrypto_ann/1245
→ Orbiter Finance: https://t.me/bitbytecrypto_ann/1176
→ Odos & Bungee: https://t.me/bitbytecrypto_ann/1087
→ Jumper & Matcha: https://t.me/bitbytecrypto_ann/1067
→ Bebop ( অনেক পুরাতন, কিন্তু এটি ব্যবহার কইরেন যদি কোনো টোকেন সোয়াপ করতে লাগে) : https://twitter.com/officialbitbyte/status/1587895299934068736


আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলে রাখা ভালো যে, আমি LayerZero এর এয়ারড্রপের জন্য খুবই bullish ছিলাম, তাই অন্যান্য প্রজেক্টের এয়ারড্রপে তেমন সময় দেই নাহ। ফলস্বরূপ আমি প্রায় $৩০০০ এর মতো $ZRO এয়ারড্রপ পেয়েছি আর আমার গ্যাস ফি কিংবা ফান্ড ব্যবহার করেছিলাম হয়তো $৫০০ কিংবা তার কম। তাই mainnet এয়ারড্রপগুলোতে সময় দেন, আর কোনো ফান্ড নাহ থাকলে Testnet গুলো করেন এবং এয়ারড্রপ পাইলে ক্যাশ না কইরা, সেই এয়ারড্রপের ফান্ডটি mainnet এর প্রজেক্টগুলোতে ব্যবহার কইরেন।  Wink