Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Bd officer
on 04/10/2024, 14:43:31 UTC
আজ পর্যন্ত বাংলাদেশ থ্রেডের সর্বোচ্চ ১০ জন পোস্টদাতাঃ
4. Bd officer [318]
বাহ
বাহ,,সর্বোচ্চ পোস্ট করার দিক দিয়ে আমি ৪ নাম্বারে উঠেছি। যাইহোক, আমাদের থ্রেডে দেখি নতুন সদস্যদের আগমন দেখা যাচ্ছে যা খুবই ভালো। সকলের জন্য শুভকামনা।

Vanilla Finance টেলিগ্রাম বটে CONE ব্যবহার করে, শুধুমাত্র option ট্রেডিং করেন। আর লেভেল বাড়ান, কেননা আপনার লেভেল যত বেশি হবে তত বেশি এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ধন্যবাদ ভাই আপনাকে!! ভাই এইটায় জয়েন হইলাম, Cone পয়েন্ট প্রায় ৪০০০ মতো আর্ন করেছিলাম। আমি কয়েকটা ট্রেড করলাম শুধু পয়েন্ট কমে আসতেছে। এই ট্রেডিং তো দেখি প্রায় জুয়ার মতোই লাগলো। এই বট থেকে ট্যাপ ট্যাপ করলে পয়েন্ট বেড়ে যায় এবং লেভেল ও বাড়ে। এইটা মনোযোগ দিয়ে করি দেখি কেমন প্রফিট পাওয়া যায়।


পরিশেষে, সকলের কি অবস্থা? টানা দুদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে সকালে কেমন ফিল করছেন? গত রাত্রে যে বৃষ্টি হয়েছে বিগত ১০ বছরে এমন বৃষ্টি হতে দেখি নাই। আমাদের এলাকায় রাস্তাঘাট ভেঙ্গে চুরে গিয়েছে। এ বছরে যতটা বন্যায় পানি না হয়েছিল তার চেয়ে বেশি বৃষ্টিতে পানি জমেছে। আমার ঘরবাড়ির অবস্থা খুবই বাজে হয়ে গেছে। সকলের প্রতি দোয়া রইল সকলে যেন সুস্থ থাকেন। Sad