আমি ৯৯% ভাগ বলবো না। নাম্বার টা ৯০% হতে পারে বা এর আশে পাশেই। কিন্তু এটা মূল ব্যাপার না। তুমি আমাদের কে সাজেষ্ট করতে পারো যে কোন স্কিল ডেভেলপমেন্ট করলে সবচাইতে বেশি ভালো হবে। কোন সেক্টরে কম্পিটিশন কম আর কাজের চাহিদা আছে। যারা একদম বিগিনার, তারা কি দিয়ে শুরু করলে সবচাইতে ভালো হবে। যারা কোডিং শিখতে চায়, তাদের জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে শেখা উচিৎ এবং কেনো? সবাই বলে পিএইচপি ইস ডেড! কথাটা কি আসলেই সত্য? এই ফোরাম কিন্তু পিএইচপি তে কোড করা।
প্রথমেই আবার তোমাকে ধন্যবাদ জানাই বন্ধু আমাকে এতো সুন্দর একটা প্লাটফর্ম এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
বর্তমানে খুব কম সময়ে যদি স্কিল ডেভেলপ করতে চায় কেউ তাহলে সে গ্রাফিক্স সেক্টরে আসতে পারে, কারণ এই সেক্টরে তুলণামূলক সময় কম লাগে। তবে আগামী দিনে গ্রাফিক্স এর সেক্টরের একটা বিশাল অংশ এ আই এর দখলে চলে যাবে। তাই আমি ব্যাক্তিগতভাবে কাউকে স্কিল ডেভেলপ করার জন্য সাজেশন দিলে অবশ্যই ওয়েব ডেভেলপমেন্ট এর সেক্টরে আসার পরামর্শ দিবো। এই সেক্টরে সময় বেশী লাগলেও ভালোভাবে নিজেকে দক্ষ করতে পারলে ভবিষ্যতে ভালো কিছু করার প্রচুর সম্ভাবনা আছে। বাংলাদেশের আনাচে কানাচে এখন গ্রাফিক্স ডিজাইনার খুঁজে পাওয়া গেলেও ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরের লোক খুব কমই আছে। তাই যারা দক্ষ তাদের কাজের জন্য প্রতিযোগীতা করতে হয় না। ভালো কাজ জানলে কাজের অভাব হয় না। আমার মতে যারা নতুন এই সেক্টরে আসতে চায় তারা বেসিক এর পরে পিএইচপি নিয়ে কাজ করতে পারে। কারণ পিএইচপি এযাবৎকালের সবচেয়ে জনপ্রিয় সার্ভার-সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়্যাজ। যারা বলে পিএইচপি ইজ ডেড আমার মতে তারা বোকার স্বর্গে বসবাস করতেছে। কারণ বর্তমান সময়েও সারা পৃথিবীতে যতো ওয়েবসাইট আছে তার প্রায় ৭০% ওয়েবসাইট পিএইচপি তে চলছে। জনপ্রিয় ওয়েব ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম Wordpress, Drupal, Joomla এইগুলা সব পিএইচপি তে চলছে। তাহলে যারা বলে পিএইচপি ইজ ডেড তাদের কাছে আমার প্রশ্ন রইলো পিএইচপি এর এতো জনপ্রিয়তা এবং ব্যাবহার থাকতে পিএইচপি কিভাবে ডেড হয়? আর হ্যাঁ এই ফোরাম সিম্পল ম্যাশিন ফোরাম নামে একটা সি এম এস ব্যাবহার করে তৈরি করা যা পিএইচপি তে রান হচ্ছে।