আমাদের বাংলা কমিউনিটির Ricardo11 ভাই আজকে নেচারাল ট্যাগের অন্তর্ভুক্ত হয়ে গেলো। অযথা o_e_l_e_o এর ফোরামের ৭ম জন্মদিন নিয়ে পোস্ট করেছেন কিন্তু আপনার পোস্টটা তাকে ব্যঙ্গ করে উয্যাপন করা হয়েছে বলে উল্লেখ করেছেন। (
মৃত ফোরাম সদস্যদের উল্লেখ করে মেধা শিকার করা) এমনটায় আখ্যায়িত করে ন্যাচারাল ট্যাগ দিয়েছে। Ricardo11 আপনি খুব সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছিলেন আপনি কেন একটা এরকম পোস্ট করতে গেলেন আমি বুঝতে পারলাম না আপনি মোটামুটি ফোরাম সম্পর্কে ভালই জানেন। সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় এরকম ভাবে আছাড় পরলেন ভাই। o_e_l_e_o ফোরামের সম্মানিত ব্যক্তি, তাকে নিয়ে এরকম পোস্ট করা আসলেই আমার দিক থেকেও মনে হয় ঠিক হয়নি আপনার। এত সুন্দর একটা একাউন্ট ট্যাগ খেয়ে গেলেন ভাই।
ভাই সত্যি বলতেছি, সেখানে আমাকে যে সন্দেহ করে ট্যাগ টি দেওয়া হয়েছে সেরকম কোন উদ্দেশ্য আমার ছিল না. o_e_l_e_o আমাদের ফোরামের অত্যন্ত সম্মানী ব্যক্তি ছিলেন, তিনি চলে যাওয়ার পর এটি তার প্রথম জন্মদিন ছিল, তিনি আজ থেকে ৮ মাস ১৪ দিন আগে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, এবং আজকে তার একাউন্টটির জন্মদিন, আমি শুধুমাত্র তার জন্মদিনটি স্মরণ করে তার জন্য শান্তি কামনা করার জন্য এই থ্রেডটি খুলেছিলাম, যা কিনা আমার অপরাধ হয়েছে, ভাই আমি যখন দেখলাম আমার একাউন্টে ট্যাগ পরে গেছে তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে. আমি প্রায় এক ঘন্টা যাবত কান্না করেছি, এখন আমার মাথা ঘুরতেছে. আমি এখন কি করবো কোন কিছুই বুঝতে পারতেছি না. আল্লাহই জানে কেন মাতবরি করে শুধুমাত্র আমিই এই পোস্টটি করতে গেলাম. দোয়া কইরেন ভাই আমার জন্য আমার অ্যাকাউন্টটি যেন ঠিক থাকে।