ভাই সত্যি বলতেছি, সেখানে আমাকে যে সন্দেহ করে ট্যাগ টি দেওয়া হয়েছে সেরকম কোন উদ্দেশ্য আমার ছিল না. o_e_l_e_o আমাদের ফোরামের অত্যন্ত সম্মানী ব্যক্তি ছিলেন, তিনি চলে যাওয়ার পর এটি তার প্রথম জন্মদিন ছিল, তিনি আজ থেকে ৮ মাস ১৪ দিন আগে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, এবং আজকে তার একাউন্টটির জন্মদিন, আমি শুধুমাত্র তার জন্মদিনটি স্মরণ করে তার জন্য শান্তি কামনা করার জন্য এই থ্রেডটি খুলেছিলাম, যা কিনা আমার অপরাধ হয়েছে, ভাই আমি যখন দেখলাম আমার একাউন্টে ট্যাগ পরে গেছে তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে. আমি প্রায় এক ঘন্টা যাবত কান্না করেছি, এখন আমার মাথা ঘুরতেছে. আমি এখন কি করবো কোন কিছুই বুঝতে পারতেছি না. আল্লাহই জানে কেন মাতবরি করে শুধুমাত্র আমিই এই পোস্টটি করতে গেলাম. দোয়া কইরেন ভাই আমার জন্য আমার অ্যাকাউন্টটি যেন ঠিক থাকে।
আপনি এই থ্রেড ওপেন করে কোনো ফোরাম রুলস ভায়োলেট করেন নাই। আর আপনি যে নিউট্র্যাল ট্যাগ পেয়েছেন, এটার জন্য পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো কোনো ব্যাপার ঘটেনি। আমি একমত যে আপনি মেরিট ফিশিং করতে চাইছেন, যে কারনে আপনি এই ট্যাগ টা পাইলেন। তবে মেরিট ফিশিং কম বেশি অনেকেই করে থাকে। এটা এমন কোনো বড় ধরনের অপরাধ না। তবে এই যে সব যায়গায় মেরিট খোজার একটা প্রবণতা, এটাই আমাদের যত ঝামেলার মুল। এই ট্যাগ আপনার একাউন্ট খুব বড় কোনো ক্ষতি করবে ব্যাপার টা এমন না। তবে একাউন্ট টা আর ফ্রেশ রইলো না। সব যায়গায় মেরিট এর জন্য পোষ্ট করা লাগে না। আর যিনি আপনাকে নিউট্র্যাল ট্যাগ দিলো, সে নিজেও ধোয়া তুলশি পাতা না। ওনার ট্যাগ গুলো এই ধরনেরই হয়ে থাকে আর আমি মনে করি এটা একটা সাধারণ ব্যাপার। থ্রেড যেহেতু খুলেই ফেলেছেন আর এটার জন্য ট্যাগ খাইতে হইলো, তাইলে এটা ওপেন রাখলেই পারতেন। লক করার দরকার ছিলো না। সব কিছু ভুলে সামনে আগাতে থাকেন, আর মেরিট হান্টিং বন্ধ করেন।