যদিও আপনাকে অভিনন্দন অলরেডি পারসোনালি জানিয়েছি এজন্য তারপরও আবারও এইখানে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ থ্রেড ডেড না হয়ে যাওয়ার কারণ গুলোর মধ্যে যদি কয়েকজনের অবদান থাকে তাহলে আপনি সেখানে একজন।
যাইহোক আপনার মোট পোস্ট এর ২৫ পার্সেন্ট আবারো ইনশাল্লাহ হবে বা তারও বেশি হতে পারে কারণ আমাদের বাংলা থ্রেড কে আবার উজ্জীবিত মনে হচ্ছে কারণ নতুন মেম্বাররা এসেছে, আশা করি তারা কন্টিনিউ করবে কারণ এর আগেও অনেক জনকে দেখেছি ফোরামে এসেছে কিন্তু কয়েকদিন পোস্ট করে উধাও হয়ে গিয়েছে আবার নয়তো কোন ট্যাগ খেয়ে চলে গিয়েছে।
আপনাকে ধন্যবাদ ভাই!
মোট পোষ্ট এর ২৫% হতে হলে এখানে আমাকে প্রতিদিন কমপক্ষে একটা পোষ্ট করতে হবে। বা কোনো কোনো দিন ২ টা পোষ্ট করতে হবে। বেশিরভাগ সিগন্যাচার ক্যাম্পেইনে লোকাল বোর্ড এর পোষ্ট লিমিট থাকে। অঅগে এক সময় অনেক বেশি ফ্রি ছিলাম। যখন পোষ্ট কাউন্ট না করলেও লোকাল থ্রেড এ পোষ্ট করতাম। কিন্তু এখন তেমন সময় পাওয়া সম্ভব হচ্ছে না আমার জন্য ব্যাবসা প্রতিষ্ঠানের কারনে। আশা করি নতুন মেম্বার রা আমাদের থ্রেড এ ভ্যালুয়েবল কিছু এড করবে। এই পেইজ টা দেখেন, পুরোটাই সুন্দর ডিসকাশনে ভরপুর।
হ্যাঁ ভাই আপনার বেশ কিছু পয়েন্ট এর সাথে আমি একমত। তবে বর্তমানে লিনাক্স বেইজড অনেক অপারেটিং সিস্টেম আছে যেগুলার ইন্টারফেস একদম ম্যাক কিংবা উইন্ডোজ এর মতো আর লিনাক্স ভিত্তিক ওএস গুলার সবচেয়ে বড়ো সুবিধা হলো ইচ্ছামতো কাষ্টমাইজ করা যায়। চাইলে হুবহু উইন্ডোজ বা ম্যাক এর মতো ইন্টারফেস করা যায়, যেমন আমার বন্ধু Learn Bitcoin ডেবিয়ান ইউজ করে গ্নোম ডেক্সটপ এর সাথে। এর ইন্টারফেস দেখলে কেউ বুঝতেই পারবেনা যে এটা লিনাক্স এর কোনো অপারেটিং সিস্টেম। তার ডেক্সটপ ইন্টারফেস একদম হুবহু ম্যাক ওএস এর মতো কাষ্টমাইজ করা। যারা নতুন ইউজার তাদের জন্য লিনাক্স মিন্ট খুব ভালো একটি অপশন।
লিনাক্স ভিত্তিক বেশ কিছু অপারেটিং সিস্টেম আছে যেগুলার মাধ্যমে বর্তমানে গেইম খেলা যায় তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো:
১- SteamOS- এটি ভ্যাল্ড ভিত্তিক ওএস যা মূলত গেইমিং কনসোল এর জন্য ডিজাইন করা হয়েছে।
২- Pop!_OS- এটি একটি গেইমিং এর জন্য অপটিমাইজ করা উবুন্টু ভিত্তিক ওএস। গ্রাফিক্স কার্ড এর সাথে ভালো সাপোর্ট দেয় এই ওএস।
৩- Manjaro- এটি আর্ক ভিত্তিক একটি ওএস যা গেইমিং এর জন্য অপ্টিমাইজ করা। মাঞ্জারো তে AUR (Arch User Repository) ব্যবহার করে সহজেই গেইম ইনস্টল করা যায়।
মিয়া, তুমি আমার পুরাতন উইন্ডোজ একদম দফারফা করে দিছো ডুয়েলবুট করতে গিয়া। পরে আরো দুইবার উইন্ডোজ আর দুইবার ডেবিয়ান দেয়া লাগছে। যাদের ইন্টারনেট কানেকশন স্লো, ডেবিয়ান সেটাপ দেয়া তাদের জন্য বড়সড় একটা পাপের কাজ। কিছু এডিশনাল ফাইল অনলাইন থেকে ডাউনলোড হয়, যে কারনে নেট স্পিড খারাপ হলে সেখানেই মাঠে মারা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তবুও সব ক্রেডিট তোমার। টাকা দিয়ে তো আর ম্যাক কিনতে যাবো না। তাই লিনাক্স এই ম্যাক এ ফিল নেই মাঝে মাঝে। আর সবাইকে বলি, এই সজিব ব্রাদার কিন্তু আমার রিয়েল লাইফ ফ্রেন্ড!