মিয়া, তুমি আমার পুরাতন উইন্ডোজ একদম দফারফা করে দিছো ডুয়েলবুট করতে গিয়া। পরে আরো দুইবার উইন্ডোজ আর দুইবার ডেবিয়ান দেয়া লাগছে। যাদের ইন্টারনেট কানেকশন স্লো, ডেবিয়ান সেটাপ দেয়া তাদের জন্য বড়সড় একটা পাপের কাজ। কিছু এডিশনাল ফাইল অনলাইন থেকে ডাউনলোড হয়, যে কারনে নেট স্পিড খারাপ হলে সেখানেই মাঠে মারা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তবুও সব ক্রেডিট তোমার। টাকা দিয়ে তো আর ম্যাক কিনতে যাবো না। তাই লিনাক্স এই ম্যাক এ ফিল নেই মাঝে মাঝে। আর সবাইকে বলি, এই সজিব ব্রাদার কিন্তু আমার রিয়েল লাইফ ফ্রেন্ড!
ক্রেডিট দিতে হবে না। আমি অনেকদিন ডুয়েল বুট করিনি তাই একটু ঝামেলা হয়ে গেছিলো। যাদের ইন্টারনেট স্লো, ডেবিয়ান সেটাপ দেওয়া তাদের জন্য বড়সড় পাপের কাজ এই কথাটা আমি মানতে পারলাম না বন্ধু কারণ
ইন্টারনেট কানেকশন ছাড়াও ডেবিয়ান সেটাপ দেওয়া যায়। তবে ইন্টারনেট ছাড়া সেটাপ দিলে অনেক গুরুত্বপূর্ণ প্যাকেজ ইন্সটল হয় না, কিন্তু পরে ইন্টারনেট অ্যাক্সেস পেলে সেগুলো ইন্সটল করা যায়। ইন্টারনেট ছাড়া শুধু বেসিক ডেবিয়ান ডেক্সটপ ইন্সটল হয়। ডেবিয়ান সিকিউরিটিকে খুব গুরুত্ব দিয়ে থাকে এবং এটি একটি স্টেবল অপারেটিং সিস্টেম।
ডেবিয়ানকে সবচেয়ে স্টেবল লিনাক্স ডিস্ট্রিবিউশনগুলোর একটি ধরা হয়। ডেবিয়ানে রয়েছে বিপুল পরিমাণ প্যাকেজ সাপোর্ট। প্রায় ৫০,০০০ এর বেশি প্যাকেজ (সফটওয়্যার) রয়েছে, যেগুলো ইন্সটল করে ব্যবহার করা যায়। খুব সহজেই নানান রকম সফটওয়্যার বা টুল পাওয়া যায়। ডেবিয়ান ডেস্কটপ এর জন্য পাওয়া গেলেও সবচেয়ে বেশী ব্যাবহৃত হয় সার্ভার এবং ওয়ার্কস্টেশনের কাজে।