Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Review Master
on 06/10/2024, 20:42:26 UTC
Hemi Network Testnet : এই প্রজেক্টি পয়েন্ট সিস্টেম ব্যবহার করতেছে এবং Leaderboard এর সর্বোচ্চতে পৌছাইতে সময় কম লাগবে। কেননা এটি ফার্মিং কেউ করতেছে নাহ, তাই সকলকে বলবো যে প্রতিদিনের task গুলো কইরেন। কারণ mainnet এ যাওয়ার পর টোকেন লিস্টিং কিংবা TGE হবে। হয়তো Liquidity/TVL এর জন্য মেইননেটে কিছু সময় পয়েন্ট ফার্মিং চালু রাখবে।

→ Twitter Thread: https://twitter.com/officialbitbyte/status/1839359214155866418
→ Blog: https://bitbytecrypto.medium.com/hemi-network-incentivized-testnet-step-by-step-tutorial-701437acb3f0


এর আগে যে Hemi Network এর টেস্টনেটের কথা বলেছিলাম, আজকে Open Season নামক একটি ইভেন্ট চলতেছে। আর এটিতে অংশগ্রহণ করে আপনারা ২৫,০০০ পয়েন্ট সহজেই পেতে পারেন। কিন্তু হাস্যকর বিষয় হইলো যে, Sepolia টেস্টনেটে গ্যাস ফি প্রায় ১০ গুণ বৃদ্ধি পেয়েছে।


তারপরও যারা এটির সুযোগ হাতছাড়া করতে চান নাহ, তারা বাংলাদেশ সময় ভোর/সকাল ৬টার আগে (৭ই অক্টোবর ২০২৪) Ethereum Sepolia Testnet থেকে যেকোনো পরিমাণ ETH কিংবা Stablecoin যেমন USDT, USDC, DAI ইত্যাদি Hemi Sepolia Testnet এ স্থানান্তর করেন এবং সর্বমোট ২৫ টি ট্রান্সজেকশন করলেই হবে। কারণ প্রত্যেকটি ট্রান্সজেকশনের জন্য ১০০০ করে পয়েন্ট পাবেন।  Wink

আর এই প্রজেক্টটি তাদের টেস্টনেট তাদের নিজস্ব টেস্টনেটেই চালু রাখবে, মানে Ethereum Sepolia Testnet থেকে ট্রান্সজেকশন করতে লাগবে নাহ। কেননা Hemi Testnet এর কারণেই Sepolia Testnet এর গ্যাস ফি ইতিমধ্যেই অনেক বেড়ে গিয়েছিলো। পরবর্তী অন্যান্য আপডেট আসলে , আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোষ্ট করবো। তাই সেখানে যোগদান করে রাখতে পারেন: https://t.me/bitbytecrypto_ann