Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
BlackHatSojib
on 09/10/2024, 06:55:27 UTC

যদিও আমি দুইটাই চালাই, Windows (নট ক্রাক বাট জেনুইন লাইসেন্স) আর Linux বাট লিনাক্সের একটা সমস্যা কি জানেন? কোনটা ছেড়ে কোনটা ধরবো এটা বোঝে না কেউ, কনফিউশনে ভোগে। আমি এটা বলতেছি কারন আমি নিজে এটা নিয়ে একসময় অনেক পেরা খাইছি। এখন অবশ্য Ubuntu দেয়া আছে। ফোনের ক্ষেত্রেও সেইম। দুইদিন আগেই Android 14 কাস্টম রমে (Pixel OS) ছিলাম, আজকে আবার অন্য একটা কাস্টম রম (Nusuntara) ফ্লাস দিলাম, মানে নতুন বিল্ড আসলেই হাত চুলকায়, সাথে সাথে ফ্লাস মেরে টেস্ট দিই, আবার সাথে তো Custom Kernel থাকেই। শুধু এটা এটাই না, আকাম করে Kali Net Hunter ও দিসিলাম ফোনে। আরেকটা সমস্যা অনেকের কাছে আবার এপ্লিকেশন ইনস্টল করা পেরা লাগে, সবকিছুতে কমান্ড দেয়া লাগে এই লাগে সেই লাগে। এজন্য হয়তো Windows চালায়।

লিনাক্সের জন্য বাংলাদেশে কোনো ডেডিকেটেড কমিউনিটি আছে কিনা জানি না বাট মোবাইলের জন্য কিন্তু ব্যাপক সাপোর্ট আছে, সাথে প্রচুর ডেভলোপার। যেমন ধরেন Custom Rom/OS, Custom Kernel, Android Security Patch ইত্যাদি।


ভাই এই কথাটা সত্যি বলছেন যে কোনটা রেখে কোনোটা দিবে কনফিউজড হয়ে যায়। নতুন একটা ওএস দেখলেই ট্রাই করতে মনে চায়। তবে একটা সময় পরে আর এই কনফিউশন টা থাকে না। নতুন অবস্থায় সব জিনিসে কৌতূহল থাকা স্বাভাবিক।

 আমিও অনেক ওএস ইউজ করছি এখন আমারে পিডাইলেও আমি মাঞ্জারো (আর্ক বেইজড) ছেঁড়ে অন্য কোনো ডিস্ট্রো তে যাবো না। আর ভাই এপস ইনস্টল করতে কমান্ড দেওয়া লাগে সবসময় এটা ঠিক না, কারণ যেকোনো একটা সফটওয়্যার রিপ্রেজিটোরি ইনস্টল করে নিলে সেই প্যাকেজের  এপ স্টোরের মধ্যেই সব এপ্লিকেশন পাওয়া যায়। যেখান থেকে কমান্ড লাইন ছাড়াই ইনস্টল করা যায়।