ভাই আপনি ঠিকই বলেছেন কিন্তু ভাই আমরা দিন দিন মুসলিমদের মধ্যে পশ্চিমাদের রীতিনীতি ঢুকে যাচ্ছে ভাই। বিভিন্নভাবেই আমরা তাদের অনুসারী হয়ে যাচ্ছে। এটা আসলে কি হতে যাচ্ছে বুঝি না। আমাদের ঈমান খুবই দুর্বল আমরা দিন দিন পশ্চিমাদের রীতিনীতি গুলোকেই মেনে নিয়ে সামনে যাচ্ছি। আল্লাহ আমাদের ঈমানী শক্তি বাড়িয়ে দিক এবং আমাদের ভালো-মন্দ বোঝার তৌফিক দান করুক। আর যে কনটেস্ট চলতেছে সেটা অবশ্যই না করাই ভালো আমাদের মুসলিমদের জন্য। আপনি একটা ভাল ডিসিশন নিয়েছেন ভাই আপনি এটা করবেন না। আপনাকে ধন্যবাদ জানাই ভাই আমার ভালো লাগছে বিষয়টা। বাংলাদেশের অন্যান্য ভাইদের বলবো আপনারা বুঝে শুনে করবেন কারণ আপনাদের বোঝার ভালো ক্ষমতা আছে।
এরকম টা তো হবার কথাই ভাই। নবী মোহাম্মদ(সঃ) বলে গেছেন শেষ জামানায় ঈমান ধরে রাখা আর গরম কয়লা হাতের মধ্যে রাখা সমান হবে। যিনি আল আমিন হিসাবে মক্কার কাফিরদের কাছে পরিচিত ছিলেন উনার কথা তো মিথ্যা হতে পারেনা।
চারদিকে খেয়াল করলে বুঝা যায় কিভাবে খুব সহজভাবে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। দিনের পর দিন আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। পার্থিব লাভের আশায় মানুষ খুব সহজেই তার দ্বীন, ঈমানকে নষ্ট করে দিচ্ছে।
আল্লাহ আমাদের হেফাজত করুক