Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 10/10/2024, 04:55:08 UTC
⭐ Merited by Ricardo11 (2)
লোকালে দেখতেছি হ্যালোইন ডে এবং পামকিন কারভিং কনটেস্ট নিয়ে বেশ আলোচনা চলতেছে। অনেকরে দেখলাম অংশ নেয়ার প্রস্তুতিও নিচ্ছে। এসব ইভেন্টে অংশ নিবেন ভালো কথা, নিতেই পারেন। বাট এসব ইভেন্টের অসীলায় মেরিট ফার্মিং এর যেই ট্রেন্ডটা চলে সেটা একটু দয়া করে বন্ধ রাখুন। আবারো বলতেছি। ইমনিই গ্লোবালে আমাদের অনেক বাজে রেপুটেশন বিল্ড হয়ে গেছে, বাঙালিদের কেউ সহ্য করতে পারে না, দেখলেই গণহারে ট্যাগ মারে। প্রতিবছর এইসব ইভেন্ট আসলেই একঝাক মেরিট ফার্মার একসাথে জড়ো হয়, আর স্প্যামবাস্টাররাও এদের অপেক্ষায় বসে থাকে, ট্যাগ মারার জন্য। মাথায় রাইখেন এইসব।

আর এখনো যারা আনাচে কানাচে ফার্মিং করে যাচ্ছেন তারা কিন্ত ঠিকই চিপায় পড়বেন। স্প্যামবাস্টাররা সবসময় কিন্তু বাঙালিদের চোঁখে চোঁখে রাখে। সেদিন সম্ভবতো একটা পোস্ট দেখলাম (নটিলডাহ'র), যেখানে তিনি ৬ মাস ধরে জাস্ট অপেক্ষা করে গেছেন এক চিটারকে ধরার জন্য। এইসব উদাহরণ মাথায় রাইখেন।

সমর্থন আর অসমর্থনের কথা আপাতত বাদ দিলাম। আমরা এমন অনেক পাপের কাজ করি। যেমন আমি এখনো ক্যাসিনোর সিগন্যাচার ক্যাম্পেইনে আছি। কিন্তু যখন এথিকস এর ব্যাপার আসে, যেখানে আপনার উচিৎ সবার সাথে ফেয়ার থাকা, যেখানে আপনি ভালো ভালো পোষ্টগুলোতে মেরিট দিচ্ছেন না, কিন্তু আপনি এমন একজনের সাথে মেরিট লেনদেন করছেন যাকে মেরিট দিলে সেও আপনাকে মেরিট দিবে, তাহলে এটা এবিউজ এবং আপনি এবিউজার। আমি ২০২৩ সালের নভেম্বর মাসে একটা পোষ্ট এ পাবলিকলি কয়েকজনের নাম পোষ্ট করে তাদেরকে সতর্ক করেছিলাম। এখানে কেউ কাঠের চশমা পড়ে বসে থাকে না। তখন সতর্ক করার পর ভেবেছিলাম এসব বন্ধ হয়ে যাবে। কিন্তু ওনাদের এসব আচরন কখনোই থেমে নেই। আগে লোকাল থ্রেড ব্যাবহার করে এখানে মেরিট এবিউজ করতো, তারপর আমার পোষ্ট এর পর অনেকেই লোকাল থ্রেড ছেড়ে দিয়ে গ্লোবালে একটিভ হয়েছেন এবং সেখানেই মেরিট এবিউজ করতেছেন। এগুলো আসলে পানির মতো ক্লিয়ার যে আপনারা মেরিট এবিউজ করেন।

আমার ২০২৩ সালের পোষ্ট টা কোট করলাম;

সকলের দৃষ্টি আকর্ষন করছি।


বাংলাদেশ থ্রেড এর কথায় আসি। সব সময় নানান ভাবে আপনাদের ইঙ্গিত দিয়ে নানান কথা বলেছি। আপনাদের কে বার বার রিকোয়েষ্ট করেছি যে দয়া করে আপনারা কোনো প্রকার এবিউজিভ কাজে জড়াবেন না। বাংলাদেশ লোকাল থ্রেড এর মান সম্মান বলতে এমনিতেই কিছু নাই। Little Mouse ক্যাম্পেইন ম্যানেজার। তিনি বাংলাদেশ থ্রেড এ পোষ্ট না করলে ওনার কিছু যায় না, আর আসেও না। Shasan ভাইয়ের নিজের লেন্ডিং সার্ভিস আছে। উনি এই থ্রেড কেনো? ফোরামের কোথাও যদি পোষ্ট না করে, কোনো ক্যাম্পেইনে যদি জয়েন না করে, ওনার কিচ্ছু হবে না। কিন্তু আমরা বাকিরা যারা আছি, আমাদের তো ভালো একটা এমাউন্ট ইনকাম হচ্ছে। হচ্ছে না?

এগুলো কেনো বলছি?

ফোরামে মাল্টিপল একাউন্ট চালানো এলাউ। আপনারা যদি মাল্টিপল কোউন্ট অপারেট করেন, এতে আমার কোনো সমস্যা নাই। সমস্যা অন্য যায়গায়। আপনারা মেরিট এবিউজ করেন কেনো? এতোদিন কারো নাম ধরে বলি নাই। আজকে বাধ্য হচ্ছি কয়েকজন কে মেনশন করতে। cryptoWODL, 2Pizza410000BTC, roksana.hee, HelliumZ , Out of mind, Essential10, Nothingtodo, Bitcoin_people, synchronym, Gulttam2a2, Synonyms, Bd officer, Fuso.hp, Littlemini আপনারা সবাই নিজেদের কি মনে করেন বলেন তো? ফোরামে যারা আছে তারা কি আবাল? আপনাদের মেরিট ট্রেডিং কি কারো চোখে পড়ে না? আপনারা কি মনে করেন? মানুষ চোখে কাঠের চশমা লাগিয়ে বসে আছে? ফোরামে মেসেজ দিয়ে, টেলিগ্রামে মেসেজ দিয়ে মেরিট বেগিং, আবার অন্যদের কে হেল্প! বাহ! মগের মুল্লুগ মনে হচ্ছে? এখন সব গুলোরে ধরে যদি কয়েকজন ডিটি মিলে ট্যাগ মারা শুরু করে, কি করবেন আপনারা? আপনারা কি মনে করেন এগুলো কেউ দেখে না? বেশ কয়েকজন গ্লোবাল মেম্বারের চোখে আছেন, যখন ট্যাগ খাইয়া কান্নাকাটি করবেন, তখন বুঝবেন। কার কয়টা করে একাউন্ট, কোনটা দিয়ে কোনটা রে মেরিট দিচ্ছেন, এগুলো আসলে এনক্রিপ্ট করা তথ্য না। এগুলো সবার চোখের সামনেই।

আর এই গ্রুপের লিডার সাহেব, আপনার নাম মেনশন করলাম না। মনে করবেন না আপনার নাম বাদ পড়েছেন তাই বলে বেচে গেলেন।

সর্বশেষ ৩ মাস যাবৎ আপনাদের কে বার বার করে বলে যাচ্ছি। আপনারা এসব ব্যাপার কানেই নিচ্ছেন না। এতো লোভ কেনো ভাই? পারলে ফেয়ার ভাবে ১০ টা একাউন্ট চালান দেখি।

আজকের পর, আমার চোখে ১ টা মেরিট ট্রেডিং চোখে পড়লে ট্যাগ খাবেন জেনে রাখেন। আমি কোনো ডিটি মেম্বার না। আমি খুব সাধারন একটা মানুষ। সবার সাথে মিলে মিশে চলতে পছন্দ করি। কিন্তু চোখের সামনে আপনাদের মতো কয়েক জনের জন্য একটা কমিউনিটি ধ্বংস হয়ে যাবে, সেটা বসে বসে দেখবো না। আপনাদের অনেক ভাবে বোঝানোর চেষ্টা করেছি। পর্যন্ত এভাবে বলেছি যে যদি কেউ রেংক আপ করার কাছাকাছি যান, আমাকে মেসেজ করবেন, সবাই মিলে হেল্প করবো। আপনারা আর কি সুবিধা খোজেন?