সমর্থন আর অসমর্থনের কথা আপাতত বাদ দিলাম। আমরা এমন অনেক পাপের কাজ করি। যেমন আমি এখনো ক্যাসিনোর সিগন্যাচার ক্যাম্পেইনে আছি। কিন্তু যখন এথিকস এর ব্যাপার আসে, যেখানে আপনার উচিৎ সবার সাথে ফেয়ার থাকা, যেখানে আপনি ভালো ভালো পোষ্টগুলোতে মেরিট দিচ্ছেন না, কিন্তু আপনি এমন একজনের সাথে মেরিট লেনদেন করছেন যাকে মেরিট দিলে সেও আপনাকে মেরিট দিবে, তাহলে এটা এবিউজ এবং আপনি এবিউজার। এবং এটাই আমাদের থ্রেড এ হয়ে আসছে। আমি ২০২৩ সালের নভেম্বর মাসে একটা পোষ্ট এ পাবলিকলি কয়েকজনের নাম পোষ্ট করে তাদেরকে সতর্ক করেছিলাম। এখানে কেউ কাঠের চশমা পড়ে বসে থাকে না। তখন সতর্ক করার পর ভেবেছিলাম এসব বন্ধ হয়ে যাবে। কিন্তু ওনাদের এসব আচরন কখনোই থেমে নেই। আগে লোকাল থ্রেড ব্যাবহার করে এখানে মেরিট এবিউজ করতো, তারপর আমার পোষ্ট এর পর অনেকেই লোকাল থ্রেড ছেড়ে দিয়ে গ্লোবালে একটিভ হয়েছেন এবং সেখানেই মেরিট এবিউজ করতেছেন। এগুলো আসলে পানির মতো ক্লিয়ার যে আপনারা মেরিট এবিউজ করেন।
যাক অবশেষে কঠোর হচ্ছেন। আমি প্রথম দিকে কিছুদিন অনেক চিল্লাপাল্লা করছি। কিন্তু কোন কাজ হয়নি এবং আমি তাদের কাছে হেরে গিয়েছিলাম এবং বুঝতে পারছি যে বাঙালির খাইছলত কখনোই যাবে না। যার কারনে রাগ করে বাংলাতে আসি না। এখানে একটি বিষয় সবসময় দেখা যায় যদি কেউ একটি টপিক তুলে দেয় তাহলে এক সিরিয়ালে সেই জিনিস নিয়েই ঘুরাইয়া প্যাচাইয়া একই কথা কয়েকটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় যেমন এখন কুমড়া নিয়ে শুরু করে দিছে। এভাবে কেউ কেউ তার সিগনেচার ক্যাম্পেইনের রিকোয়ারমেন্ট পূরণ করে আবার কেউ কেউ মেরিট আদান প্রদান করে। যাই হোক আপনি অনেক কথা বলছেন আমি আর নতুন করে কিছু বলতে চাই না। তবে যেহেতু কঠোর হয়েছেন এভাবেই কঠোর থাকুন তাতে বাংলাতে পোস্ট কেউ না করুক তাতে সমস্যা নেই। তবে অন্ততপক্ষে স্পামিং এবং মেরিট ফার্মিং না হোক।
Rust এর ডেমো হিসাবে Rust ব্যাবিহার করে Hello Bitcointalk Forum লেখা একটি ডেমো দিলাম।
fn main() {
println!("Hello Bitcointalk Forum");
}
এই ব্যাপারে বিস্তারিত লেখার ইচ্ছা ছিলো কিন্তু প্রচন্ড মাথাব্যাথার কারণে লিখতে পারলাম না, তবে আগামীতে আবার কোনোদিন এই ব্যাপারে বিস্তারিত লিখবো ইনশাআল্লাহ।
Rust কোডিং করার জন্য কোন code editor সফটওয়্যার ব্যবহার করছেন ? আর এটি শেখার জন্য আপনিকি শুধুমাত্র google বা Chatgpt বা YouTube ইউজ করছেন নাকি আপনি শেখার জন্য কোন ধরনের কোর্স করছেন ? ভবিষ্যতের দিনগুলোতে এটির গুরুত্ব অনেক বেড়ে যাবে তাই এখন এটি শেখাটা অনেক ভালো সিদ্ধান্ত তাতে মার্কেটপ্লেসে ভালো কিছু করা যেতে পারে। আমি রিসেন্টলি CSE কমপ্লিট করেছি আর কোডিং বিষয়গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমিও Rust শিখবো তাই সোর্সগুলো শেয়ার করে আমাকে একটু হেল্প করবেন