Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Z_MBFM
on 12/10/2024, 07:17:49 UTC
যাক অবশেষে কঠোর হচ্ছেন। আমি প্রথম দিকে কিছুদিন অনেক চিল্লাপাল্লা করছি। কিন্তু কোন কাজ হয়নি এবং আমি তাদের কাছে হেরে গিয়েছিলাম এবং বুঝতে পারছি যে বাঙালির খাইছলত কখনোই যাবে না। যার কারনে রাগ করে বাংলাতে আসি না। এখানে একটি বিষয় সবসময় দেখা যায় যদি কেউ একটি টপিক তুলে দেয় তাহলে এক সিরিয়ালে সেই জিনিস নিয়েই ঘুরাইয়া প্যাচাইয়া একই কথা কয়েকটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় যেমন এখন কুমড়া নিয়ে শুরু করে দিছে। এভাবে কেউ কেউ তার সিগনেচার ক্যাম্পেইনের রিকোয়ারমেন্ট পূরণ করে আবার কেউ কেউ মেরিট আদান প্রদান করে। যাই হোক আপনি অনেক কথা বলছেন আমি আর নতুন করে কিছু বলতে চাই না। তবে যেহেতু কঠোর হয়েছেন এভাবেই কঠোর থাকুন তাতে বাংলাতে পোস্ট কেউ না করুক তাতে সমস্যা নেই। তবে অন্ততপক্ষে স্পামিং এবং মেরিট ফার্মিং না হোক।

কঠোর হচ্ছি তেমনটা বলবো না। কারন কঠোর হলে মেইন একাউন্ট এ নেগেটিভ ট্যাগ মেরে বসে থাকতাম। তবে এটা ফিডব্যাক সিষ্টেম এর এবিউজ হবে। তাউ যে কোনো ক্ষেত্রে নিউট্র্যাল ব্যাবহার করতে চাচ্ছি। তবে আমি এখনো তেমন কাউকে নিউট্র্যাল ট্যাগ দেই নি একটা একাউন্ট ছাড়া। যেহেতু ডিটি নেটওয়্যার্কে আছি মোটামোটি কয়েকমাস ধরে, তাই ফিডব্যাবক দেয়ার সময় একটু খেয়াল রাখতে হবে। আমার কাছে অলরেডি মেরিট এবিউজ এর প্রমান আছে। আগেও ছিলো। এখনো আছে। কারা কারা প্রাইভেট মেসেজে, টেলিগ্রামে মেসেজ করে করে মেরিট এক্সচেন্জ করে, এটা মোটামোটি আমি জানি। তবুও একেবারে কঠোর হচ্ছি না। তবে হতে কতক্ষন?
যাইহোক যেহেতু প্রকাশ্যে অনেক কিছুই বলে ফেলেছেন তো এর পর থেকে নজরে রাখুন সবকিছু । বাংলাদেশী আপনি LM , Sahsan ভাই এর DT তে আছে। ভবিষ্যতে হয়তোবা আরো হবে। বাংলাতে আগে তেমন DT ছিলনা তখন এগুলো হয়েছে সেটি মেনে নেওয়া যেত তো এখন এতগুলা DT থাকা সত্ত্বেও যদি এগুলো চলতে থাকে তাহলে গ্লোবালে আমাদের রেপোর্টেশন আরো শেষ হয়ে যাবে।

আমি আরেকটি বিষয় উল্লেখ করে দিতে চাই যে আমি লক্ষ্য করেছি এখান থেকে কিছু ম্যারিটি ফর্মাররা পজিটিভ ফিডব্যাক ফার্ম করার চেষ্টা করছেন Sahsan এর থেকে বারবার লোন নিয়ে নিয়ে। যখন কেউ দেখতে পাচ্ছে যে Sahsan লোন নেওয়ার কারণে কোন একটি একাউন্টে পজিটিভ ট্রাস্ট দিয়েছে সেই সাথে সাথে অনেকগুলো একাউন্ট সিরিয়াল ধরছেন লোন নেওয়ার জন্য। আমি বলবো না যে কেউ লোন নিয়েন না। কারো লোনের প্রয়োজন হতেই পারে। তবে কিছু কিছু বিষয় খেয়াল করলে অনেকটা সন্দেহজনক মনে হয় । আমি তাদেরকেও বলবো ভাইয়েরা একটু সতর্ক হন।

Quote
আপনার দেয়া ফিডব্যাক গুলোর সাথে আমি একমত। তবে আপনার দুইটা ফিডব্যাক সঠিক ব্যাবহার হয়নি। দুইটা ন্যাগেটিভ ট্যাগ আমি হলে নিউট্রাল দিতাম।

Suzume    2023-10-08    Reference    Big Spammer
Kara3    2023-10-08    Reference    Plagiarism activitys

আপনার উচিৎ এই দুইটা ফিডব্যাক রিভিউ করা। কারন আপনার রেংক আপ হচ্ছে, ফোরামে ট্রাস্ট ইনক্লুশন পাওয়ার জন্য ফিডব্যাকের সঠিক ব্যাবহার জরুরী। AirtelBuzz দেখলাম আপনাকে রেফারেন্স ছাড়া নেগেটিভ ফিডব্যাক দিয়ে বসে আছে। যদিও সে নিজেই একটা মেরিট বেগার/এবিউজার। সে নিজেই নেগেটিভ ডিজার্ভ করে। তবে নিউট্যাল রাখাই ভালো। লোকাল বলে অনেক ছাড় পাচ্ছে অনেকেই।
ঠিক আছে আমি এই দুটো রিভিউ করবো আবার। AirtelBuzz কে আমি একটি ন্যাচারাল ট্রাস্ট দিয়েছিলাম তার বিপরীতে সে কোন সোর্স ছাড়া রাগের বশবর্তী হয়ে আমার প্রোফাইলে নেগেটিভ ট্রাস্ট দিয়ে রেখেছিল। আমি এটি তখনই লক্ষ্য করেছি তবে আমি তাকেও কিছু বলিনি। এখন আমি জানি এটি সম্পূর্ণই বৃত্তিহীন। আর এটি আমার প্রোফাইলে খুব বেশি ইফেক্ট খেলবে না। তবে আপনি পোস্ট করার পর পরই মনে হচ্ছে সে এটি দেখে ফিডব্যাকটি ডিলিট করে দিয়েছে। যাই হোক আর কিছু বললাম না