Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Learn Bitcoin
on 13/10/2024, 06:00:05 UTC
যাইহোক যেহেতু প্রকাশ্যে অনেক কিছুই বলে ফেলেছেন তো এর পর থেকে নজরে রাখুন সবকিছু । বাংলাদেশী আপনি LM , Sahsan ভাই এর DT তে আছে। ভবিষ্যতে হয়তোবা আরো হবে। বাংলাতে আগে তেমন DT ছিলনা তখন এগুলো হয়েছে সেটি মেনে নেওয়া যেত তো এখন এতগুলা DT থাকা সত্ত্বেও যদি এগুলো চলতে থাকে তাহলে গ্লোবালে আমাদের রেপোর্টেশন আরো শেষ হয়ে যাবে।

প্রকাশ্যে শুধু এটুকই বললাম। বেশি কিছু বলতে গেলে থলের বিড়াল বেড়িয়ে আসবে। কালকে বড় ভাই আমাকে বলছিলো যে, কাদের এক্সপোজ করবেন? থুতু ফেললে সেটা নিজের গায়ে এসে পড়বে। এরা সবাই বাংলাদেশী। একটু কঠোর হলে পুরা কমিউনিটির ৭০% লোক নেগেটিভ ট্যাগ খেয়ে যাবে। এমনিতেই তো আমাদের কমিউনিটির মেম্বারদের কোনো রেপুটেশন নাই। কিন্তু আমি বিগত ১ বছর যাবৎ চেষ্টা করছি এগুলো বন্ধ হোক। সবাই সবার প্রতি ফেয়ার থাকুক। কোনো প্রকার এবিউজ না হোক।

আমি কয়েকদিন যাবৎ অনেককেই প্রাইভেট মেসেজ করে বুঝানোর চেষ্টা করছি। আমরা চাচ্ছিলাম নতুন বছরে লোকাল বোর্ড এর জন্য এপ্লাই করতে। কিন্তু এই সময়ে এসে যদি কমিউনিটির এমন অবস্থা হয়, তাহলে কেমনে কি হবে? প্রাইভেট মেসেজ করে কয়েকজন কে রিকোয়েষ্ট করেছি এগুলো আর না করার জন্য। কিন্তু প্রতিটা কন্টেষ্ট আসলে সবাই ঝাপিয়ে পড়ে মেরিট এবিউজ করার জন্য। মনে হয় এটাই রেংক আপ করার সুযোগ। কালকে রাতে আমি একদম ব্রেইনলেস হয়ে গেছি। মনে হচ্ছে আমাদের লোকাল থ্রেড দেশের একটা জেলা থেকেই কন্ট্রোল হচ্ছে। থেমস এর বাড়িও সেখানেই মনে হচ্ছে।