Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
BlackHatSojib
on 13/10/2024, 16:43:17 UTC
Rust কোডিং করার জন্য কোন code editor সফটওয়্যার ব্যবহার করছেন ? visual studio তে এটা সাপোর্ট করে ?আর এটি শেখার জন্য আপনিকি শুধুমাত্র google বা Chatgpt বা YouTube ইউজ করছেন নাকি আপনি শেখার জন্য কোন ধরনের কোর্স করছেন ? ভবিষ্যতের দিনগুলোতে এটির গুরুত্ব অনেক বেড়ে যাবে তাই এখন এটি শেখাটা অনেক ভালো সিদ্ধান্ত তাতে মার্কেটপ্লেসে ভালো কিছু করা যেতে পারে। আমি রিসেন্টলি CSE কমপ্লিট করেছি আর কোডিং বিষয়গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমিও Rust শিখবো তাই সোর্সগুলো শেয়ার করে আমাকে একটু হেল্প করবেন
Rust কোডিং সহ যাবতীয় কোডিং আমি Visual Studio Code (VS Code) ব্যাবহার করি । আপনি চাইলে Visual Studio Code (VS Code) ছাড়াও আরো অনেক এডিটর আছে অইগুলা ইউজ করতে পারেন। বেষ্ট কয়েকটি এডিটর হলো
  • JetBrains CLion
  • IntelliJ IDEA (Rust Plugin সহ)
  • Neovim
  • Sublime Text
আমি শেখার জন্য কোনো কোর্স করিনি। আমি একসময় প্রফেশনাল কোডার ছিলাম বাংলাদেশে ২০১২-২০১৬ পর্যন্ত যতো কমিউনিটি সাইট ছিলো সবগুলাতেই আমার করা কিছু না কিছু কোড আছে। প্রফেশন হিসাবে নিতে চাইলে ইউটিউব, গুগল, চ্যাটিজিপিটি দিয়ে কিছু হবেনা। প্রফেশনাল কারো থেকে কাজ শিখতে হবে।