ভাই, আসলে ক্ষেপার কিছু নাই। আমাদের লোকালে যেটা হচ্ছে, মানে লোকাল মেম্বার রা বাইরে গিয়ে যেসব কাজ করছে, সেটা আমাদের চোখে সবার আগে পড়া উচিৎ এবং অন্য কেউ সেগুলো নিয়ে গ্লোবাল বোর্ড এ থ্রেড খুলে আলাপ করার আগে আমাদের উচিৎ এগুলো এখানেই সমাধান করা। আজকে আমি বা আপনি লোকালে আলাপ করার ফলে যে রেজাল্ট আসছে, গ্লোবালে একই আলাপ হলে কি একই রেজাল্ট আসতো বলে আপনার মনে হয়? আমার কখনোই মনে হয় না।
গ্লোবাল কোনো মেম্বার যদি রেপুটেশনে থ্রেড খুলে ১০ জনের অপিনিয়ন চায়, আপনার কি মনে হয় বাংলাদেশি দের পক্ষে থাকবে কেউ? থাকবে না। এর পেছনে কারণ হলো আমাদের রেপুটেশন আগে থেকেই খারাপ। অনেক মেম্বার আছে যারা ২০১৬-১৭ সাল থেকে এই ফোরামে আছে। তারা ব্যান খেয়ে, ট্যাগ খেয়ে কি ফোরাম ছেড়ে চলে গেছে বলে আপনার মনে হয়? তারা এখনো এই ফোরামেই আছে।
একটু নাড়াচাড়া করলেই মাটির নিচ থেকে নর্দমার মতো পচা গন্ধ বের হতে শুরু করবে। এখানে এতোগুলো নাম পাবলিকলি পোষ্ট করার পরেও ওনারা এসব বন্ধ না করে কন্টিনিউ করে যাচ্ছে। এর মানে হচ্ছে গোয়ায় বাশ ঢুকার আগ অব্দি ওনারা এবিউজ করেই যাবেন। বাশ ঢুকলে তখন আস্তে করে চুপ করে যাবে। অল্টকয়েন্টক ফোরামে আমি এখন লোকাল মোডারেটর এটা তো জানেন। সেখানে একই টিম কারমা এবিউজ করছিলো। সেখানের এডমিন তো আর থেমস এর মতো না। সে একাউন্ট গুলো চেক করে রেড ডট বসিয়ে দিছে। এবার করো কারমা এবিউজ।
তবে আমি চাই না এখানেও এরকম কিছু হোক। যে কারনে অনেক কেই প্রাইভেট মেসেজে বুঝিয়েছি। যদি ওনারা মেনে চলেন, তাহলে ভালো। নইলে গ্লোবাল মেম্বার লাগবে না, আমি নিজেই একটা থ্রেড ওপেন করে ধুতি খুলে ছেড়ে দেবো।
খ্যাপার কথাটা যেটা ইউজ করেছি সেটা আসলে ভাই স্যারকাজম ছিল, আমি জানি আপনি এটা বুঝছেন তারপরে অন্যদের বোঝাতে লিখলাম ।
তবে ভাই আপনি একটা পয়েন্ট আউট করেছেন যেটা আমার নজরেও পূর্বে পড়েছিল সেটা হল যে সব গ্যাং এর কথা আপনি ২০২৩ সালে বলেছিলেন বা আপনার সাথে আমার যাদের নিয়ে কথা হয়েছিল তাদের বেশিরভাগের একাউন্টই আমি দেখলাম অল্টকয়েন্টক এ একাউন্ট খুলেছে কিন্তু মজার বিষয় হচ্ছে অল্টকয়েন্টক এর এডমিন একটু দুষ্ট কোয়ালিটির সে আইপি ভেরিফিকেশন করে দেখে নিয়েছে বা বুঝে নিয়েছে কোন একাউন্ট গুলো অল্ট আর রেড ডট এর বিষয়টা আমিও অনেক আগেই খেয়াল করেছি। এই বিষয়ে খোঁজাখুঁচি কম করি কারণ নিজেদের ঘরের ময়লা কাপড় বাইরে শুকাতে চাই না। তবে আপনার কথাও ঠিক কারণ যদি ময়লা কাপড় জমতে জমতে এমন অবস্থা হয় ঘরে নিজের থাকার অবস্থা নাই তখন বাইরে নিয়ে পরিষ্কার শুখা দেওয়া ছাড়া আর কোন উপায় নাই।
আর ২০১৬ -১৭ সাল এর যে বিষয়টা বলেছেন সেটা হল এই ফোরামটা পুরাই এনোনিমাস। এখন ব্যান খেয়ে বা ট্যাগ আবার একাউন্ট খুলে আসলে ধরাও পসিবল না। তবে 2016-17 সাল থেকে ফোরামে থেকে এখনো যদি তাদের মেরিট এর অপব্যবহার করতে হয় তাহলে তাদের আর কিছু না কচু গাছের সাথে গ*লায় দ*ড়ি দিয়ে বা আত্ম*ত্যা গাছের গোটা খেয়ে ম*রে যাওয়া উচিত।
একটা জিনিস সঠিকভাবেও অর্জন করা যায় আবার দুই নাম্বার পর ব্যবহার করেও অর্জন করা যায় কিন্তু আমরা বাঙালিরা কেন জানি শুধু দুই নাম্বার পথটাই অবলম্বন করি।
জাকগা ভাই খালি বাঙালি কথাটা ইউজ করতেছি মনে হচ্ছে আমি নিজেই নিজেরে গালি দিতেছি একটু হীনমন্যতায় ভুগতেছি তাই অন্যদের কথা কইয়া মনের একটু শান্তি দেই, মনের শান্তির জন্য বলতে চাই খালি এই বিষয়টা আমি বাঙ্গালীদের মধ্যে দেখিনি দক্ষিণ এশিয়া থেকে শুরু করে আফ্রিকার দেশ নাইজেরিয়া সহ আরো কয়েকটি বোর্ডের মেম্বারদের মধ্যে এই ধরনের প্রভাববিলিটি দেখতে পেয়েছি, উদাহরণস্বরূপ পাকিস্তান, ইন্ডিয়া এবং নাইজেরিয়ার মেম্বারদেরও অনেক অবস্থা একই রকম। তবে ভাই নাইজেরিয়ার মেম্বারদের অবস্থা আরো ভয়াবহ খারাপ, এরা একাউন্ট দিয়ে meta এর অপব্যবহার তো করেই সেই সাথে স্ক্যামিংও করে যদিও আমি নিজেই স্ক্যামিং এর শিকার হইনি তবে বিষয়টা অনেকটা স্ক্যামিং এর মত হয়ে ছিল আমার সাথে, নাইজেরিয়ার এক মেম্বার আমার কাছ থেকে প্রথমে ১০ ডলারের মতন লেন্ড নেয় এবং মনে করেছিলাম মাত্র ১০ ডলারের লেন্ডিং ব্যাপার না, পরে ভাই এরা যে কি মানুষ বুঝতে পারলাম ১০ ডলার থেকে শুরু করে আস্তে আস্তে ঘুরিয়ে পেচিয়ে এটাকে ৬০ ডলারের উপর পর্যন্ত নিয়ে গিয়েছিল প্রায় তিন মাস এইরকম ঘুরাইছে প্যাচাইছে।