আমি নিয়ত করেছি পোষ্ট গুলো প্রতি মাসে আপডেট করবো। তবুও ব্যাস্ততার কারনে একটু লেট হলেও হতে পারে। বিটকয়েন্ড্রিম ভাই মেসেজ করে সাজেস্ট করেছেন যে কম পক্ষে অন্তত ৬ মাসে হলেও একবার আপডেট করতে। আর প্রতি সপ্তাহে বা কয়েকদিন পর পর আপডেট করলে পোষ্ট সিলেকশনের মান কমে যেতে পারে। আমি এই ব্যাপারটার সাথে একমত। নাই মামার চাইতে যখন কানা মামা ভালো হবে, তখন খারাপ পোষ্ট ও ভালো মনে হতে পারে। যাই হোক, গোল থাকবে প্রতি মাসে অন্তত একবার আপডেট করার।
সমস্যা নাই ভাই আপনি আপনার সুবিধামতো আপডেট কইরেন। এটা সপ্তাহে আপডেট করতে হবে না সপ্তাহে করলে বেশি তাড়াতাড়ি হয়ে যায়। আপনি আপনার সুবিধামতো মাসে একবার দেইখেন তাই হবে ভাই। আর না হলে ভাই আমরা তো আছি এরকম গুরুত্বপূর্ণ কোন পোস্ট হলে তাহলে আপনাকে জানাবো এতে করে আপনারাও একটু সহজ হয়ে যাবে আপনি দেখে পরে সুবিধামতো আপডেট করে দিলেন তাই হবে ভাই