তবে ভাই এই পর্যন্তই শেষ না সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ পোস্ট আসবে এই লোকালে তখনও সেগুলো খেয়াল করে গুরুত্ব সহকারে এই পোস্টে এনে যোগ করে দেবেন যদি এটা ধরে রাখেন তাহলে একটা পোস্টের মাধ্যমে সবকিছু পেয়ে যাবে সবাই। আপনাকে অবশ্যই ধন্যবাদ ভাই এত সুন্দর একটা কাজ গুছানোর জন্য।
আমি নিয়ত করেছি পোষ্ট গুলো প্রতি মাসে আপডেট করবো। তবুও ব্যাস্ততার কারনে একটু লেট হলেও হতে পারে। বিটকয়েন্ড্রিম ভাই মেসেজ করে সাজেস্ট করেছেন যে কম পক্ষে অন্তত ৬ মাসে হলেও একবার আপডেট করতে। আর প্রতি সপ্তাহে বা কয়েকদিন পর পর আপডেট করলে পোষ্ট সিলেকশনের মান কমে যেতে পারে। আমি এই ব্যাপারটার সাথে একমত। নাই মামার চাইতে যখন কানা মামা ভালো হবে, তখন খারাপ পোষ্ট ও ভালো মনে হতে পারে। যাই হোক, গোল থাকবে প্রতি মাসে অন্তত একবার আপডেট করার।
OP update করে দিয়েছি ভাই।
আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভাই।
আগের যে ৭টি পয়েন্ট ছিল সেই সাতটি পয়েন্টও রাখা উচিত ছিল ভাই স্পেশালি বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন গুলো। আমি বলব শিশির ভাইয়ের এই পোস্ট এবং আগের 7 টি পোষ্ট লিংক আবারও অ্যাড করার অনুরোধ করছি।
আমি যে পোষ্ট গুলোর তালিকা করেছি, সেখানে সেই ৭ টি পোষ্ট এর লিংক এড করা আছে। তবুও আমি বিটকয়েন্ড্রিম ভাইকে মেসেজ করার পর থ্রেড এ পোষ্ট করে আপনাদের সাজেশন জানতে চেয়েছিলাম, আপনারা কেউ কোনো কিছুই বললেন না

, যেহেতু উনি নিয়মিত আসতে পারেন না, তাই আমাদের আগে থেকেই সব সিদ্ধান্ত নিতে হবে। আপনার সাজেশনের পক্ষে বা বিপক্ষে আমার কোনো মতামত নেই। তবে সেই পোষ্ট গুলোতেও এই ৭ টা পোষ্ট উল্লেখ করা আছে।